শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাতে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দিচ্ছে না। এসব দাবি করে এলেও তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।’
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কারখানার লিংকিং ইনচার্জ আমাদের নারী শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের সঙ্গে সব সময় বকাঝকা করেন। আমাদের বেতন-ভাতা ঠিক সময় পরিশোধ করেন না। আমাদের যে পরিমাণ খাটান, সে তুলনায় মজুরি দেন না। আমাদের এক বছরের বার্ষিক ছুটির টাকা দেন না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না।’
কারখানাশ্রমিক লাভলী আক্তার বলেন, ‘গত এক বছরের বার্ষিক ছুটির টাকা বকেয়া পড়েছে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করি। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। আমরা অনুরোধ করেও সমাধান পাচ্ছি না। দাবিদাওয়ার বিষয়ে জানাতে গেলে আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করেছে। চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাকিম রাজীব বলেন, ‘আমরা শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধ করি। কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তা শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু এসব না শুনে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভবানীপুর জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মানলেও তারা সড়ক ছাড়ছে না। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাতে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দিচ্ছে না। এসব দাবি করে এলেও তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।’
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কারখানার লিংকিং ইনচার্জ আমাদের নারী শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের সঙ্গে সব সময় বকাঝকা করেন। আমাদের বেতন-ভাতা ঠিক সময় পরিশোধ করেন না। আমাদের যে পরিমাণ খাটান, সে তুলনায় মজুরি দেন না। আমাদের এক বছরের বার্ষিক ছুটির টাকা দেন না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না।’
কারখানাশ্রমিক লাভলী আক্তার বলেন, ‘গত এক বছরের বার্ষিক ছুটির টাকা বকেয়া পড়েছে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করি। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। আমরা অনুরোধ করেও সমাধান পাচ্ছি না। দাবিদাওয়ার বিষয়ে জানাতে গেলে আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করেছে। চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাকিম রাজীব বলেন, ‘আমরা শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধ করি। কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তা শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু এসব না শুনে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভবানীপুর জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মানলেও তারা সড়ক ছাড়ছে না। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২৭ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে