Ajker Patrika

শেখ হাসিনা বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালানোর ভার নিয়েছেন: প্রাণিসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
শেখ হাসিনা বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালানোর ভার নিয়েছেন: প্রাণিসম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালানোর ভার নিয়েছেন বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার (২০ জানুয়ারি) ফরিদপুর শহরের আলীপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুর–১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ জন্য তাঁকে গণসংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ। 

সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রহমান বলেন, ‘আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালাবার ভার নিয়েছেন। বাংলার মানুষ তাঁকে টানা চার চারবার প্রধানমন্ত্রী করল, বর্তমান পঞ্চমবারের মতো। আমাদের প্রয়োজন তাঁর হাতকে শক্তিশালী করা। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলেই নিশ্চয়ই এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে, সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।’ 

তিনি বলেন, ‘আজ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র চলবে। কিন্তু আমি মনে করি, ফরিদপুরের আওয়ামী লীগের একজন নেতা–কর্মী বেঁচে থাকতে প্রিয় নেত্রী শেখ হাসিনার একটুকুও ক্ষতি কেউ করতে পারবে না। ঐক্যবদ্ধভাবে সামনের দৃশ্যমান দুঃসময় মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।’ 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে শুরুতে আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ–সভাপতি শ্যামল ব্যানার্জী, মাঈনুদ্দিন আহমেদ মানু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস ও ঝর্ণা হাসানসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত