Ajker Patrika

এয়ার টিকিটের দাম আগের চেয়ে ৩ গুণ, বিপাকে রেমিট্যান্স-যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১: ১২
এয়ার টিকিটের দাম আগের চেয়ে ৩ গুণ, বিপাকে রেমিট্যান্স-যোদ্ধারা

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইনসের ভাড়া আগের তুলনায় ২ থেকে ৩ গুণ বেড়েছে। এ কারণে মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স-যোদ্ধারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় এয়ার টিকিটের দাম কমানোর দাবি জানিয়েছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকেরা। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলেন, মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ হাজার টাকার এয়ার টিকিটের দাম ৭০ থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এ কারণে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স-যোদ্ধা এয়ার টিকিট কিনতে পারছেন না। সঙ্গে আছে ফ্লাইটসংখ্যা কমে যাওয়ার সংকট। এদিকে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসীরই ছুটির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। আবার নতুন ভিসা পাওয়া ব্যক্তিরাও যেতে পারছেন না। অনেকেই চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলোর ফ্লাইটসংখ্যা বাড়াতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে দৈনিক ৫ হাজারের বেশি রেমিট্যান্স-যোদ্ধা গমনের চাহিদা থাকলেও দৈনিক ৩ হাজারের বেশি যেতে পারছেন না। এতে এই খাতে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। 

রিক্রুটিং এজেন্সি মালিকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বিমান মাত্র ১০ শতাংশের কম যাত্রী বহন করে। ৯০ শতাংশের বেশি যাত্রী বহন করে দুই থেকে তিন গুণ টাকা বিদেশি এয়ারলাইনসগুলো নিয়ে যাচ্ছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যাওয়ার এয়ার টিকিটের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা হলেও বাংলাদেশ থেকে একই গন্তব্যের এয়ার টিকিটের দাম বর্তমানে ৭০ থেকে ৯৫ হাজার টাকার বেশি। অযৌক্তিকভাবে কেন এ দাম বাড়ানো হলো, তা তদন্ত করা প্রয়োজন। 

মানববন্ধনে বর্তমান সংকট নিরসনে বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইনসকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতি দ্রুত ফ্লাইটসংখ্যা বাড়াতে হবে; রেমিট্যান্স-যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইনসে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে; এয়ারলাইনসগুলো যাতে প্লট বরাদ্দ (টিকিট সিন্ডিকেট) করে ২-৩ গুণ ভাড়া অনৈতিকভাবে নির্ধারণ করতে না পারে, তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে। 

মানববন্ধনে সাধারণ রিক্রুটিং এজেন্সির এম টিপু সুলতান, লিমা বেগম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত