গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকায় ছুটিসংক্রান্ত দাবি নিয়ে মতভিন্নতার কারণে পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আজ রোববার সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে দেশীপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ৯টার দিকে জয়দেবপুরে-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় ইমন ফ্যাশন লিমিটেড কারখানায় ১ হাজার ৯৮৮ জন শ্রমিক কাজ করেন। তাঁরা বিভিন্ন ছুটি ও অর্জিত ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কিছুদিন ধরে আলোচনা করছেন। কিন্তু মালিকপক্ষ কোনো সমঝোতায় আসেনি। আজ সকাল ৮টার দিকে অন্যান্য দিনের মতো কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। কিন্তু তাঁরা এসে দেখেন কারখানার প্রধান ফটকের সামনে শ্রম আইন, ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণাসংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওই নোটিশ দেখে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রথমে দেশীপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ৯টার দিকে তাঁরা জয়দেবপুরে-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল খান জামালের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানায় কি হচ্ছে তা আমার জানা নেই। সেখানে সবকিছু ঠিকঠাক চলছে। আর আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে কথা বলব।’
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, আজ সকালে ইমন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ করতে এসে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ওসি আরও বলেন, ‘শ্রমিকদের অর্জিত ছুটিসহ বিভিন্ন ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকায় ছুটিসংক্রান্ত দাবি নিয়ে মতভিন্নতার কারণে পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আজ রোববার সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে দেশীপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ৯টার দিকে জয়দেবপুরে-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় ইমন ফ্যাশন লিমিটেড কারখানায় ১ হাজার ৯৮৮ জন শ্রমিক কাজ করেন। তাঁরা বিভিন্ন ছুটি ও অর্জিত ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কিছুদিন ধরে আলোচনা করছেন। কিন্তু মালিকপক্ষ কোনো সমঝোতায় আসেনি। আজ সকাল ৮টার দিকে অন্যান্য দিনের মতো কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। কিন্তু তাঁরা এসে দেখেন কারখানার প্রধান ফটকের সামনে শ্রম আইন, ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণাসংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওই নোটিশ দেখে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রথমে দেশীপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ৯টার দিকে তাঁরা জয়দেবপুরে-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল খান জামালের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানায় কি হচ্ছে তা আমার জানা নেই। সেখানে সবকিছু ঠিকঠাক চলছে। আর আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে কথা বলব।’
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, আজ সকালে ইমন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ করতে এসে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ওসি আরও বলেন, ‘শ্রমিকদের অর্জিত ছুটিসহ বিভিন্ন ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৪ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগে