নারায়ণগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় করা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আসামি করায় নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান। আজ শনিবার শহরের চানমারী এলাকায় চেম্বার ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চেম্বার সভাপতি মাসুদুজ্জামান বলেন, ‘৫ আগষ্টের পর ব্যবসায়ীদের হুমকি দিয়ে চেম্বার থেকে তিন লাখ এবং বিকেএমইএ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রয়োজনে রাজনৈতিক দলের প্রধানদের কাছে লিখিত অভিযোগ করব। ল অ্যান্ড অর্ডার একটু দুর্বল আছে। আমাকে রক্ষা করতে আমার নিজেকেই দায়িত্ব নিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘চেম্বার কারও রাজনৈতিক ঢাল হবে না। এটা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, স্বতন্ত্রভাবে চলবে। পুলিশকে বলব, আপনারা সক্রিয় হন। আমাদের কি সহযোগিতা লাগবে বলুন, আমরা চেষ্টা করব। ট্রাফিক সিস্টেম ভেঙে গেছে। এটা ঠিক করা খুবই জরুরি। কালীবাজার থেকে চাষাঢ়া আসতে এক ঘণ্টা লেগে যায়। রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে না।’
ত্বকী হত্যাকাণ্ডের বিচার দাবি করে চেম্বার সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় মেধাবী ছাত্র ত্বকী, চঞ্চলসহ নারায়ণগঞ্জের সকল হত্যাকাণ্ডের বিচার চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যত হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘সম্প্রতি নিট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে সেটি আসলে কোন শ্রমিকদের কাজ নয়। বেকার শ্রমিক সংঘ নামের একটি চক্র এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তাদের দাবি সকল বেকারদের চাকরি দিতে হবে। কিন্তু কর্মের সংস্থান না থাকলে প্রতিষ্ঠান মালিকেরা কীভাবে লোক নিয়োগ দেবে। তারা যে বৈষম্যর কথা বলছে, এটা আমাদের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা ছাড়া আর কিছু নয়।’
এ সময় নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় করা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আসামি করায় নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান। আজ শনিবার শহরের চানমারী এলাকায় চেম্বার ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চেম্বার সভাপতি মাসুদুজ্জামান বলেন, ‘৫ আগষ্টের পর ব্যবসায়ীদের হুমকি দিয়ে চেম্বার থেকে তিন লাখ এবং বিকেএমইএ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রয়োজনে রাজনৈতিক দলের প্রধানদের কাছে লিখিত অভিযোগ করব। ল অ্যান্ড অর্ডার একটু দুর্বল আছে। আমাকে রক্ষা করতে আমার নিজেকেই দায়িত্ব নিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘চেম্বার কারও রাজনৈতিক ঢাল হবে না। এটা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, স্বতন্ত্রভাবে চলবে। পুলিশকে বলব, আপনারা সক্রিয় হন। আমাদের কি সহযোগিতা লাগবে বলুন, আমরা চেষ্টা করব। ট্রাফিক সিস্টেম ভেঙে গেছে। এটা ঠিক করা খুবই জরুরি। কালীবাজার থেকে চাষাঢ়া আসতে এক ঘণ্টা লেগে যায়। রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে না।’
ত্বকী হত্যাকাণ্ডের বিচার দাবি করে চেম্বার সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় মেধাবী ছাত্র ত্বকী, চঞ্চলসহ নারায়ণগঞ্জের সকল হত্যাকাণ্ডের বিচার চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যত হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘সম্প্রতি নিট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে সেটি আসলে কোন শ্রমিকদের কাজ নয়। বেকার শ্রমিক সংঘ নামের একটি চক্র এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তাদের দাবি সকল বেকারদের চাকরি দিতে হবে। কিন্তু কর্মের সংস্থান না থাকলে প্রতিষ্ঠান মালিকেরা কীভাবে লোক নিয়োগ দেবে। তারা যে বৈষম্যর কথা বলছে, এটা আমাদের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা ছাড়া আর কিছু নয়।’
এ সময় নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগে