Ajker Patrika

কাজের মূল্যায়ন নিজেদেরই করা দরকার: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজের মূল্যায়ন নিজেদেরই করা দরকার: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘সরকার নির্দেশিত বার্ষিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে একটি টিম হিসেবে কাজ করতে হবে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা মিলে টিম হিসেবে কাজ করলে এ ক্ষেত্রে অধিক সফলকাম হওয়া যাবে। আর চুক্তি স্বাক্ষর অনুযায়ী আমরা কি অঙ্গীকার করেছি এবং কতটুকু কাজ করেছি তার মূল্যায়ন নিজেদেরই করা দরকার।’

আজ বৃহস্পতিবার রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘সরকার টার্গেট নির্ধারিত করে দিয়েছে। কোনো টার্গেট না থাকলে সে কাজ সফল হয় না। আজ মন্ত্রণালয়ের সঙ্গে অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর হলো। এভাবে অধিদপ্তর তার অধীনস্থ দপ্তরগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর করবে। তবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার কে কোন কাজ করছে এবং সে কতটুকু সফল ও ব্যর্থ হলো। এটাতে প্রত্যেকটা অফিসে একটা টার্গেট ঝুলিয়ে রাখা প্রয়োজন যেন কর্মকর্তা নিয়মিত সেটা দেখতে পারে তার কতটুকু বাস্তবায়ন হল এবং কতটুকু বাকি আছে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘যে কাজগুলো করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি তার পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সবাইকে অধিক মনোযোগী হতে হবে এবং টিম হিসেবে কাজ করতে হবে।’ 

সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। আমাদের জন্য নির্ধারিত যে লক্ষ্য দেওয়া থাকে সেটা বুঝতে কারও সমস্যা হচ্ছে কিনা সেটা আগে জানা দরকার। এ ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে।’ 

চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত