নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘সরকার নির্দেশিত বার্ষিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে একটি টিম হিসেবে কাজ করতে হবে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা মিলে টিম হিসেবে কাজ করলে এ ক্ষেত্রে অধিক সফলকাম হওয়া যাবে। আর চুক্তি স্বাক্ষর অনুযায়ী আমরা কি অঙ্গীকার করেছি এবং কতটুকু কাজ করেছি তার মূল্যায়ন নিজেদেরই করা দরকার।’
আজ বৃহস্পতিবার রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সরকার টার্গেট নির্ধারিত করে দিয়েছে। কোনো টার্গেট না থাকলে সে কাজ সফল হয় না। আজ মন্ত্রণালয়ের সঙ্গে অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর হলো। এভাবে অধিদপ্তর তার অধীনস্থ দপ্তরগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর করবে। তবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার কে কোন কাজ করছে এবং সে কতটুকু সফল ও ব্যর্থ হলো। এটাতে প্রত্যেকটা অফিসে একটা টার্গেট ঝুলিয়ে রাখা প্রয়োজন যেন কর্মকর্তা নিয়মিত সেটা দেখতে পারে তার কতটুকু বাস্তবায়ন হল এবং কতটুকু বাকি আছে।’
মন্ত্রী আরও বলেন, ‘যে কাজগুলো করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি তার পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সবাইকে অধিক মনোযোগী হতে হবে এবং টিম হিসেবে কাজ করতে হবে।’
সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। আমাদের জন্য নির্ধারিত যে লক্ষ্য দেওয়া থাকে সেটা বুঝতে কারও সমস্যা হচ্ছে কিনা সেটা আগে জানা দরকার। এ ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে।’
চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘সরকার নির্দেশিত বার্ষিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে একটি টিম হিসেবে কাজ করতে হবে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা মিলে টিম হিসেবে কাজ করলে এ ক্ষেত্রে অধিক সফলকাম হওয়া যাবে। আর চুক্তি স্বাক্ষর অনুযায়ী আমরা কি অঙ্গীকার করেছি এবং কতটুকু কাজ করেছি তার মূল্যায়ন নিজেদেরই করা দরকার।’
আজ বৃহস্পতিবার রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সরকার টার্গেট নির্ধারিত করে দিয়েছে। কোনো টার্গেট না থাকলে সে কাজ সফল হয় না। আজ মন্ত্রণালয়ের সঙ্গে অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর হলো। এভাবে অধিদপ্তর তার অধীনস্থ দপ্তরগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর করবে। তবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার কে কোন কাজ করছে এবং সে কতটুকু সফল ও ব্যর্থ হলো। এটাতে প্রত্যেকটা অফিসে একটা টার্গেট ঝুলিয়ে রাখা প্রয়োজন যেন কর্মকর্তা নিয়মিত সেটা দেখতে পারে তার কতটুকু বাস্তবায়ন হল এবং কতটুকু বাকি আছে।’
মন্ত্রী আরও বলেন, ‘যে কাজগুলো করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি তার পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সবাইকে অধিক মনোযোগী হতে হবে এবং টিম হিসেবে কাজ করতে হবে।’
সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। আমাদের জন্য নির্ধারিত যে লক্ষ্য দেওয়া থাকে সেটা বুঝতে কারও সমস্যা হচ্ছে কিনা সেটা আগে জানা দরকার। এ ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে।’
চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে