Ajker Patrika

বটিতে কাটল শিশুর পা, পল্লি চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭: ৫৯
বটিতে কাটল শিশুর পা, পল্লি চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ 

গাজীপুরের শ্রীপুরে খেলার সময় বটি দিয়ে পা কাটার এক ঘণ্টা পর সাড়ে তিন বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়িতে দৌড়াদৌড়ি করার সময় বটি দিয়ে ওই শিশুর পায়ের গোড়ালি কেটে যায়। স্বজনেদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জন্য ওই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম সিয়াম মাওনা। সে ওই ইউনিয়নের বদনীভাঙা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। সিয়াম তার নানার বাড়ি পৌরসভার চন্নাপাড়া গ্রামে থাকত। তার মা সেতু আক্তার ও বাবা শহিদুল ইসলাম স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

সিয়ামের নানি নাসিমা আক্তার বলেন, বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করার সময় তরকারি কাটার বটি দিয়ে তাঁর পায়ের গোড়ালি কেটে যায়। এরপর সংবাদ পেয়ে স্থানীয় একটি ফার্মেসি নিয়ে গেলে, পল্লি চিকিৎসক রাহুল মিয়া সিয়ামের শরীরে দুটি ইনজেকশন পুশ করে। এরপর তার পায়ের তলায় দশটি সেলাই শেষে ব্যান্ডেজ করে ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পর সিয়ামের খিঁচুনি শুরু হলে স্থানীয় মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নেওয়ার পাঁচ মিনিট পর তাঁর মৃত্যু হয়।

ইনজেকশন ও পায়ে সেলাই দেওয়ার পর বাড়িতে আনলে অসুস্থ হয় সিয়াম। পরে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।তিনি আরও বলেন, ‘হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন আমার নাতি সিয়াম স্ট্রোক করে মারা গেছে। আমার নাতি ডাক্তারের অবহেলার কারণে মারা গেছে।’

স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘মানুষের পা বিচ্ছিন্ন হলে মানুষের মৃত্যু হয় না। শিশুর পায়ের তলা কেটে মৃত্যু হয়েছে তা খুবই দুঃখজনক।’

পল্লি চিকিৎসক রাহুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিশুর পা সেলাই করার সময় ওই শিশু কান্নাকাটি করেনি। তবে তার সঙ্গে আসা স্বজনেরা অনেক কান্নাকাটি করেছে। আমি যশোর থেকে ১৪ বছর যাবৎ সুনামের সঙ্গে চিকিৎসা করে আসছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত শিশুর পরিবারের পক্ষে কোনো ধরনের অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত