নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পাহাড়ি নারীরা অধিকার পেতে চাইলে রাজনীতিতে প্রবেশ করতে হবে। তবে সেটা বিচ্ছিন্নভাবে হলে চলবে না, দলবদ্ধ এবং সংঘবদ্ধভাবে হতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ে আদিবাসী নারী সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, চিন্তা-ধারণাকে প্রাধান্য দিয়ে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সামন্তবাদীর চিন্তাধারার ভাবাদর্শে মগ্ন হয়ে কোনো কিছুই প্রতিষ্ঠা করা ঠিক নয়। তাই প্রগতিশীল চিন্তাধারার মতবাদে আদিবাসী নারী সমাজকে নীতি আদর্শের আলোকে আলোকিত হতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং। তিনি বলেন, ‘আদিবাসী নারী সমাজই হোক বা যেকোনো নারী সমাজই হোক সবার মধ্যে সচেতনতা বেড়েছে। আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আরও এগিয়ে যেতে পারব।’
সভায় মূল প্রবন্ধে বলা হয়, সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাহাড়িদের জন্য শিক্ষা, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অবস্থা নাজুক। এই অবস্থায় কোটাব্যবস্থা বাতিলের কারণে কর্মক্ষেত্রে তাদের প্রবেশ আরও কঠিন হয়ে পড়েছে।
সভায় আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা; পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক আইন সংশোধন করা ও নারী উন্নয়ন নীতিমালায় পাহাড়ি নারীদের জন্য আলাদা একটা অধ্যায় রাখা।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পাহাড়ি নারীরা অধিকার পেতে চাইলে রাজনীতিতে প্রবেশ করতে হবে। তবে সেটা বিচ্ছিন্নভাবে হলে চলবে না, দলবদ্ধ এবং সংঘবদ্ধভাবে হতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ে আদিবাসী নারী সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, চিন্তা-ধারণাকে প্রাধান্য দিয়ে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সামন্তবাদীর চিন্তাধারার ভাবাদর্শে মগ্ন হয়ে কোনো কিছুই প্রতিষ্ঠা করা ঠিক নয়। তাই প্রগতিশীল চিন্তাধারার মতবাদে আদিবাসী নারী সমাজকে নীতি আদর্শের আলোকে আলোকিত হতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং। তিনি বলেন, ‘আদিবাসী নারী সমাজই হোক বা যেকোনো নারী সমাজই হোক সবার মধ্যে সচেতনতা বেড়েছে। আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আরও এগিয়ে যেতে পারব।’
সভায় মূল প্রবন্ধে বলা হয়, সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাহাড়িদের জন্য শিক্ষা, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অবস্থা নাজুক। এই অবস্থায় কোটাব্যবস্থা বাতিলের কারণে কর্মক্ষেত্রে তাদের প্রবেশ আরও কঠিন হয়ে পড়েছে।
সভায় আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা; পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক আইন সংশোধন করা ও নারী উন্নয়ন নীতিমালায় পাহাড়ি নারীদের জন্য আলাদা একটা অধ্যায় রাখা।
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১৫ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
২৭ মিনিট আগে