Ajker Patrika

পাপিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২: ১৮
পাপিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী বলেন, ১৯ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার শেষ পর্যায়ে এসে জামিন দেওয়া ঠিক হয়নি বলে মনে করে দুদক। এ জন্য জামিন স্থগিত চাওয়া হয়েছে। আশা করি আগামী রোববার বিষয়টি শুনানির জন্য থাকবে।

এর আগে পাপিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেন।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‍্যাব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামিয়ে এনে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন - 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত