Ajker Patrika

শাহজালালে যাত্রীর ব্যাগ তল্লাশির নামে চকলেট খেয়ে ফেলায় ৩ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৭
শাহজালালে যাত্রীর ব্যাগ তল্লাশির নামে চকলেট খেয়ে ফেলায় ৩ কর্মকর্তা বরখাস্ত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম স্বাক্ষরিত আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করেন ওই কর্মকর্তারা। তাঁরা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েক জন চকলেট বের করে নেন এবং কয়েকজন সেই চকলেট খান। বিষয়টি দেখে অন্য এক যাত্রী পরে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে প্রত্যাহার করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত