Ajker Patrika

জাতীয় মার্শাল আর্টে চ্যাম্পিয়ন নরসিংদীর শাহজাহান সম্রাট

নরসিংদী প্রতিনিধি
জাতীয় মার্শাল আর্টে চ্যাম্পিয়ন নরসিংদীর শাহজাহান সম্রাট

বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদীর শাহজাহান সম্রাট। গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবসে ঢাকার আজিমপুর বেলী গার্ডেনে বঙ্গবন্ধু তায়কোয়ান্দো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে ৫ম বাংলাদেশ কাপ আইটিএফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এই প্রতিযোগিতা দুটিতে বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৫৫টি মার্শাল আর্ট ক্লাবের ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। এতে নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট ৫ম বাংলাদেশ কাপ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার আপ এবং ১ম বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক সোলায়মান শিকদার, সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল, প্রশিক্ষক মঞ্জুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। 
 
শাহজাহান সম্রাট আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত অধ্যবসায় ও নিয়মিত প্রশিক্ষণ তাঁকে এই অবস্থানে যেতে সাহায্যে করেছে। জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতা থাকলে নরসিংদীর প্রতিযোগীরা আরও বেশি পদক নিয়ে আসতে পারবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মার্শাল আর্ট চর্চার গুরুত্ব অপরিসীম। তাই যুব সমাজের মধ্যে মার্শাল আর্টের জাগরণ প্রয়োজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত