Ajker Patrika

উন্নয়নের মিরাকেল হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিত: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
উন্নয়নের মিরাকেল হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিত: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। আজ বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকেল হিসেবে বিশ্বে পরিচিত। আমরা আর দরিদ্র, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি নিজের আত্মপরিচয়, নিজের দেশের স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে, তা বিশ্বে বিরল। ৭২-এর সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেন, আমাদের সংবিধানটা অনেক ইউনিক। এইটা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সমঝোতার দলিল না। এটা কারও কাছ থেকে পাওয়া দয়া দক্ষিণা না। এইটা আমাদের নিজেদের যে রক্তক্ষয়ী যুদ্ধ তারই ফসল। আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি, সেটাই আমাদের ৭২-এর সংবিধান।’

বর্তমান সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘আমাদের এখান থেকে যতটুকু সফলতা, যতটুকু অর্জন করতে পেরেছি, সেখান থেকে আমাদের আরও সামনের দিকে আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে।’

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত