দোহার (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দোহার উপজেলার উত্তর শিমুলিয়া কবরস্থান এলাকার এক কলেজছাত্রী। গতকাল রোববার বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রীর নাম সাবরিন জেবিন (১৮)।
নিহত জেবিন উত্তর শিমুলিয়া গ্রামের প্রবাসী ফরহাদের মেয়ে এবং মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ব্যবসায়িক শিক্ষা শাখার ১ম বর্ষের ছাত্রী ছিলেন।
জেবিনের মামি নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে জেবিন সকলের অগোচরে নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সন্দেহ হলে দরজায় কড়া নাড়ে পরিবারের লোকজন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে জেবিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ওকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জেবিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামি আরও জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জানাবাদ গ্রামের জামাল গাজীর ছেলে রিফাতের (২০) সঙ্গে জেবিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি জানার পর দুই পরিবারই ওদের সম্পর্ক মেনে নেয়। পনেরো দিন আগে ওদের আংটি পড়ানোর কথা ছিল। কিন্তু এখনো আংটি পড়ানো না হওয়ায় ওদের দু’জনের মধ্যে ঝগড়া চলছিল। রিফাতের সঙ্গে অভিমান করেই জেবিন এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিহতের মা তাসলিমা বলেন, ‘‘গত ২ দিন যাবৎ আমার মেয়ের মন খুব খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম ওর কোনো সমস্যা হয়েছে। ওকে আমি কাঁদতে দেখে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে? উত্তরে আমার মেয়ে জানিয়েছিল, 'রিফাত আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। আমাকে মরে যেতে বলেছে।' তারপরই আজ বিকেলে আমার মেয়ে এমন কান্ড ঘটাল।’’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসরাত করিম বলেন, হাসপাতালে আনার আগেই জেবিনের মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়েই জেবিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোহার থানার ডিউটি অফিসার এসআই লিয়াকত জানান, আত্মহত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দোহার উপজেলার উত্তর শিমুলিয়া কবরস্থান এলাকার এক কলেজছাত্রী। গতকাল রোববার বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রীর নাম সাবরিন জেবিন (১৮)।
নিহত জেবিন উত্তর শিমুলিয়া গ্রামের প্রবাসী ফরহাদের মেয়ে এবং মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ব্যবসায়িক শিক্ষা শাখার ১ম বর্ষের ছাত্রী ছিলেন।
জেবিনের মামি নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে জেবিন সকলের অগোচরে নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সন্দেহ হলে দরজায় কড়া নাড়ে পরিবারের লোকজন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে জেবিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ওকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জেবিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামি আরও জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জানাবাদ গ্রামের জামাল গাজীর ছেলে রিফাতের (২০) সঙ্গে জেবিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি জানার পর দুই পরিবারই ওদের সম্পর্ক মেনে নেয়। পনেরো দিন আগে ওদের আংটি পড়ানোর কথা ছিল। কিন্তু এখনো আংটি পড়ানো না হওয়ায় ওদের দু’জনের মধ্যে ঝগড়া চলছিল। রিফাতের সঙ্গে অভিমান করেই জেবিন এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিহতের মা তাসলিমা বলেন, ‘‘গত ২ দিন যাবৎ আমার মেয়ের মন খুব খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম ওর কোনো সমস্যা হয়েছে। ওকে আমি কাঁদতে দেখে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে? উত্তরে আমার মেয়ে জানিয়েছিল, 'রিফাত আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। আমাকে মরে যেতে বলেছে।' তারপরই আজ বিকেলে আমার মেয়ে এমন কান্ড ঘটাল।’’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসরাত করিম বলেন, হাসপাতালে আনার আগেই জেবিনের মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়েই জেবিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোহার থানার ডিউটি অফিসার এসআই লিয়াকত জানান, আত্মহত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
২ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
১৮ মিনিট আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে