Ajker Patrika

শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

গাজীপুরের শ্রীপুরে ব্যক্তি মালিকানাধীন একটি তুলার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গুদাম পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে জনৈক আব্দুল আলীর তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন বলেন, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর নিমেষেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদামের বেশির ভাগ তুলা পুড়ে গেছে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, উপজেলার জৈনা বাজার-শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে শাকিল নামে এক ব্যক্তি শেড তৈরি করে পরিত্যক্ত তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করেছিল। আজ রোববার রাত পৌনে ১০টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। 

তুলার গুদামের মালিক আব্দুল আলী বলেন, গত দুদিন গুদামে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। আজ রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করছি বিদ্যুতের কোনো কারিগরি ত্রুটির কারণে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের বিভিন্ন কারখানার তুলা এখানে মজুদ করে রাখা হত। গুদামে বিপুল পরিমাণ তুলা মজুদ ছিল। ঠিক কি পরিমাণ টাকার তুলা গুদামে মজুদ ছিলো তা এখন বলা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত