Ajker Patrika

শাহজালালে মশা নিধনে পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালালে মশা নিধনে পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মশার পরিমাণ কতো এ বিষয়ে জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৮ জুনের মধ্যে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর ওই দিন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এই সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন। 

এর আগে ২০১৯ সালে শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই বছরের ৩ মার্চ এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়। 

তানভীর আহমেদ বলেন, নির্দেশ অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাতে তাঁরা বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত মশার ওপর জরিপ করেছেন। তাঁরা দুই মাস পর পর জরিপ অব্যাহত রাখার কথা জানান। কিন্তু গত তিন বছরে আর কোনো জরিপ করা হয়নি। তবে মশা নিধনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। আদালতে জরিপ করে প্রতিবেদন দিতে বলেছেন এবং নিধন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত