Ajker Patrika

ভালো নেই ইজদিয়ার বাদ্যকারেরা

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ) 
ভালো নেই ইজদিয়ার বাদ্যকারেরা

বিয়ের অনুষ্ঠানে বাদ্য-বাজনা বাজিয়ে সংসারের খরচ চালাতেন মানিকগঞ্জের হরিরামপুরের ইজদিয়া ও লাউতা গ্রামের বাদ্যকাররা। বছরের ৭ মাস বাজনা বাজিয়ে যে আয় হয় তা দিয়েই সারা বছরের খরচ হতো। কারও কারও প্রতি মাসে বিশ-ত্রিশ হাজার টাকা আয় হতো।

বিয়ে ছাড়া খেলাধুলা, ওরস, অন্নপ্রাশন, যাত্রাপালা, গ্রাম্য নাটকে, পয়লা বৈশাখের অনুষ্ঠানে ও তাঁরা বাদ্য বাজনা বাজাতেন। করোনা মহামারির কারণে বিয়ের অনুষ্ঠান হলেও বিধিনিষেধ থাকায় কমে গেছে বাদ্য-বাজনার কদর। বিয়েবাড়ি, সুন্নতে খতণায় ডাক পড়েনা, পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়না, ওরস হয়না, যাত্রাপালা, গ্রাম্য নাটক হয়না, খেলাধুলার অনুষ্ঠানে ও বাদ্যকরদের ডাক পড়েনা। জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। দু'বছর ধরে অনেক কষ্টে জীবন চালাচ্ছেন তাঁরা। 

বংশীবাদক জাহাঙ্গীর মিয়া, কামাল ব্যাপারী, সানোয়ার, আলমগীর (তবলা), সোনাত্নন মনীদাশ (সাইড ড্রাম), শহীদুল (বিড ড্রাম), আবুল (ঝুমুর), লক্ষণ মনিদাশ (সাইড ড্রাম) কোন রকম খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করছেন। 

বংশীবাদক জাহাঙ্গীর মিয়া বলেন, '১০০ বছরের বেশি সময় আগ থেকে বাপ দাদারা বাদ্য বাজিয়ে সংসার চালাতেন। পারিবারিক পেশা হিসেবে আমিও পিতলের কর্ণেট (বাঁশি) বাজাই। একসময় মাসে বিশ-ত্রিশ হাজার আয় হতো। করোনা আসার পর থেকে কোন আয় নেই। সাতজনের সংসার, খুব কষ্টে আছি। চা খাওয়ার মতো টাকাও নেই। শীতের মৌসুম ও হিন্দু বিয়া, ওরশে, ফকির বাড়ির মেলা, সুন্নতে খতনা, হিন্দু পূজা, অন্নপ্রাশন, যাত্রা, অপেরা, যাত্রায় আমরা ৬ থেকে ৭ জনের টিম বাদ্য বাজাই। আমি বিটিভির অনুষ্ঠানেও বাঁশি বাজিয়েছি। এছাড়া শিল্পকলার অনুষ্ঠানে ও বাশি বাজিয়েছি।' 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, আগামী দুই দিনের মধ্যে বাদ্যকারদের জন্য সরকারি সহায়তার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত