নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
আলোচিত এই হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মামলাটি তদন্তে গঠিত টাস্কফোর্স। সম্প্রতি হাইকোর্টে এই প্রতিবেদন দিয়ে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
টাস্কফোর্সের প্রধান অতিরিক্ত আইজিপি ও পিবিআইপ্রধান মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ‘হাইকোর্ট জানতে চেয়েছেন কী কী কাজ করা হয়েছে। আমরা সেই কাজগুলোর হিসাব আদালতে জমা দিয়েছি।’
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তদন্তে দাম্পত্য কলহ, চুরি কিংবা পেশাগত কারণে হত্যার কোনো প্রমাণ মেলেনি। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষাক্ত কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বঁটি দিয়েই সাগর-রুনিকে হত্যা করা হয়। গুরুতর আঘাতের পরও তাঁরা কিছু সময় জীবিত ছিলেন। ঘটনার সময় বাসায় আগে থেকে কেউ ছিল না এবং বাইরে থেকে কেউ জোর করে ঢোকার চিহ্নও পাওয়া যায়নি।
অগ্রগতি প্রতিবেদন এবং মামলাটির তদন্তের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তদন্তের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানিয়েছি। তিনি আদালতকে বিয়ষটি অবহিত করেছেন।’
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে র্যাবের কাছ থেকে মামলার তদন্তের দায়িত্ব সরিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এই টাস্কফোর্সে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়। পরে টাস্কফোর্সকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে তদন্ত এখনো শেষ হয়নি। এ সময়ে নতুন করে ৭ সাংবাদিকসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
চলতি বছরের ২২ এপ্রিল রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে খুন হন সাগর ও রুনি। ডিএনএ পরীক্ষার ভিত্তিতে জানা গেছে, প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। হত্যাকাণ্ডের সময় সন্তান মেঘ একই খাটে তাঁদের সঙ্গে ঘুমাচ্ছিল। ধারণা করা হয়, সাগর বাধা দিতে পারেন—এই আশঙ্কায় তাঁর হাত-পা বাঁধা হয়। রুনির হাত-পা বাঁধা হয়নি, কারণ তাঁকে নারী হিসেবে শারীরিকভাবে দুর্বল ভাবা হয়েছিল। রক্তের ছাপ বিশ্লেষণ করে শুরুতে ধারণা করা হয়, রুনি আগে মারা গেছেন। পরে বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়, সাগরের মৃত্যু হয়েছে পরে।
তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড ঘটার পর গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। তার আগে স্থানীয় মানুষ ও সাংবাদিকদের ভিড়ে অনেক আলামত ধ্বংস হয়ে যায়। তবে রান্নাঘরের বারান্দার সাড়ে ১৪ ইঞ্চি ও সাড়ে ৮ ইঞ্চির দুটি ভাঙা অংশ নতুন বলে শনাক্ত করা হয়েছে, যা দিয়ে একজন সহজেই প্রবেশ ও প্রস্থান করতে পারে। যদিও ওই স্থানে কোনো পূর্ণাঙ্গ পায়ের ছাপ পাওয়া যায়নি।
সিআইডির সহায়তায় ডিএনএ বিশ্লেষণ করে টাস্কফোর্স জানায়, একসঙ্গে দুই বা তিনজনের ডিএনএ থাকলে তা শনাক্ত করা সম্ভব হলেও পাঁচ থেকে ছয়জনের ডিএনএ থাকলে আলাদা করে শনাক্ত করা কঠিন। সাগর-রুনি হত্যা মামলার নমুনায় পাঁচ-ছয়জনের ডিএনএ থাকায় এখনো স্পষ্টভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ওই সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে কর্মরত ছিলেন সাগর। রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
আলোচিত এই হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মামলাটি তদন্তে গঠিত টাস্কফোর্স। সম্প্রতি হাইকোর্টে এই প্রতিবেদন দিয়ে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
টাস্কফোর্সের প্রধান অতিরিক্ত আইজিপি ও পিবিআইপ্রধান মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ‘হাইকোর্ট জানতে চেয়েছেন কী কী কাজ করা হয়েছে। আমরা সেই কাজগুলোর হিসাব আদালতে জমা দিয়েছি।’
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তদন্তে দাম্পত্য কলহ, চুরি কিংবা পেশাগত কারণে হত্যার কোনো প্রমাণ মেলেনি। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষাক্ত কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বঁটি দিয়েই সাগর-রুনিকে হত্যা করা হয়। গুরুতর আঘাতের পরও তাঁরা কিছু সময় জীবিত ছিলেন। ঘটনার সময় বাসায় আগে থেকে কেউ ছিল না এবং বাইরে থেকে কেউ জোর করে ঢোকার চিহ্নও পাওয়া যায়নি।
অগ্রগতি প্রতিবেদন এবং মামলাটির তদন্তের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তদন্তের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানিয়েছি। তিনি আদালতকে বিয়ষটি অবহিত করেছেন।’
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে র্যাবের কাছ থেকে মামলার তদন্তের দায়িত্ব সরিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এই টাস্কফোর্সে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়। পরে টাস্কফোর্সকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে তদন্ত এখনো শেষ হয়নি। এ সময়ে নতুন করে ৭ সাংবাদিকসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
চলতি বছরের ২২ এপ্রিল রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে খুন হন সাগর ও রুনি। ডিএনএ পরীক্ষার ভিত্তিতে জানা গেছে, প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। হত্যাকাণ্ডের সময় সন্তান মেঘ একই খাটে তাঁদের সঙ্গে ঘুমাচ্ছিল। ধারণা করা হয়, সাগর বাধা দিতে পারেন—এই আশঙ্কায় তাঁর হাত-পা বাঁধা হয়। রুনির হাত-পা বাঁধা হয়নি, কারণ তাঁকে নারী হিসেবে শারীরিকভাবে দুর্বল ভাবা হয়েছিল। রক্তের ছাপ বিশ্লেষণ করে শুরুতে ধারণা করা হয়, রুনি আগে মারা গেছেন। পরে বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়, সাগরের মৃত্যু হয়েছে পরে।
তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড ঘটার পর গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। তার আগে স্থানীয় মানুষ ও সাংবাদিকদের ভিড়ে অনেক আলামত ধ্বংস হয়ে যায়। তবে রান্নাঘরের বারান্দার সাড়ে ১৪ ইঞ্চি ও সাড়ে ৮ ইঞ্চির দুটি ভাঙা অংশ নতুন বলে শনাক্ত করা হয়েছে, যা দিয়ে একজন সহজেই প্রবেশ ও প্রস্থান করতে পারে। যদিও ওই স্থানে কোনো পূর্ণাঙ্গ পায়ের ছাপ পাওয়া যায়নি।
সিআইডির সহায়তায় ডিএনএ বিশ্লেষণ করে টাস্কফোর্স জানায়, একসঙ্গে দুই বা তিনজনের ডিএনএ থাকলে তা শনাক্ত করা সম্ভব হলেও পাঁচ থেকে ছয়জনের ডিএনএ থাকলে আলাদা করে শনাক্ত করা কঠিন। সাগর-রুনি হত্যা মামলার নমুনায় পাঁচ-ছয়জনের ডিএনএ থাকায় এখনো স্পষ্টভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ওই সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে কর্মরত ছিলেন সাগর। রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে