Ajker Patrika

কারখানায় গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারখানায় গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কারখানায় গ্যাস রেশনিংয়ের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা শিল্প মালিকদের দাবিতে এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে জানান, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত (৪ ঘণ্টা) সব শিল্প শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার পর গত ১১ এপ্রিল শিল্প কারখানায়ও ৪ ঘণ্টার গ্যাস সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোবাংলা। এই সিদ্ধান্তে শিল্পোদ্যোক্তারা অসন্তোষ জানিয়ে আসছিল। ফলে ১৫ এপ্রিল থেকে তা কার্যকরের পর সপ্তাহ না গড়াতেই সিদ্ধান্তে পরিবর্তন এল। 

তারিকুল ইসলাম খান আরও বলেন, ‘গ্যাস সংকটে বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ নির্বিঘ্ন রাখতে শিল্পে রেশনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শিল্প মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে তা আবার চালু করে দেওয়া হয়েছে। তবে সিএনজি স্টেশনের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত