Ajker Patrika

ভাইয়ের বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে মোটরসাইকেলের ধাক্কায় পঞ্চাশোর্ধ্ব বয়সের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে মুমূর্ষু অবস্থায় থানা-পুলিশ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, নিহত নারীর নাম মরিয়ম বেগম। তাঁর বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। বাড়ি থেকে পোস্তগোলায় নেমে নারায়ণগঞ্জে তাঁর ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে শ্যামপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সুমন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রাতে ওই নারী পোস্তগোলা ব্রিজের ঢালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

এসআই আরও বলেন, খবর পেয়ে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত