Ajker Patrika

ঘন কুয়াশায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০: ০৯
ঘন কুয়াশায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে একটি ফেরি ও ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় চালক ও যাত্রীদের।

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক লোকমান মিয়া বলেন, রাত সাড়ে ১২টায় ফেরিঘাট এলাকায় এলে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই বসে আছি গাড়ির মধ্যে। মাঝেমধ্যে নেমে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে বসে থাকি। এভাবেই রাত পার করেছি।

ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন আটকা পড়েআরেক চালক ইমন হোসেন বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসেছি। তখন থেকেই দেড় কিলোমিটার দূরে সিরিয়ালে বসে আছি। কখন ফেরি চলাচল শুরু হবে আর কখন নদী পার হব জানি না।’

সুবর্ণ পরিবহনের যাত্রী করিম মোল্লা বলেন, ‘শীতে বসে থাকতে কষ্ট তো হয়ই। এখন কুয়াশায় মাঝেমধ্যেই ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে করে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যেহেতু কুয়াশার মধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা নেই, সে ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প কিছু চিন্তা করা উচিত। আর তা না হলে এই রুটে আরেকটি পদ্মা সেতু করা দরকার।’

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ১২টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সে সময় মাঝ নদীতে আটকে থাকা বনলতা ফেরিটি পাড়ে ফিরে আসে। এই রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত