বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ির বালিয়াকান্দির একটি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বারান্দায় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সৃষ্টি হয় সমালোচনা।
আজ সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এতে আহ্বায়ক করা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে শোক দিবসের অনুষ্ঠানের জন্য সাউন্ডবক্স আনা হয়। কিন্তু হুট করেই দেশের গানের পরিবর্তে হিন্দি গান বাজছে শোনা যায়। পরবর্তীতে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন স্থানীয় একজন। এরপর থেকে এটি নিয়ে সমালোচনা শুরু হয়।
জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে প্রধান শিক্ষক কুমারেশ বাছার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে আমার সামনে কখনো হিন্দি গান বাজেনি। আমার স্কুলে আসার পরে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে।’
বিষয়টি সম্পর্কে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি সম্পর্কে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি কোনো সদুত্তর দেননি। তবে আমার ইউনিয়ন পরিষদে এসে বিস্তারিত জানাতে চেয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শনের জন্য বের হয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি জানার সাথে সাথেই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।’
রাজবাড়ির বালিয়াকান্দির একটি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বারান্দায় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সৃষ্টি হয় সমালোচনা।
আজ সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এতে আহ্বায়ক করা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে শোক দিবসের অনুষ্ঠানের জন্য সাউন্ডবক্স আনা হয়। কিন্তু হুট করেই দেশের গানের পরিবর্তে হিন্দি গান বাজছে শোনা যায়। পরবর্তীতে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন স্থানীয় একজন। এরপর থেকে এটি নিয়ে সমালোচনা শুরু হয়।
জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে প্রধান শিক্ষক কুমারেশ বাছার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে আমার সামনে কখনো হিন্দি গান বাজেনি। আমার স্কুলে আসার পরে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে।’
বিষয়টি সম্পর্কে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি সম্পর্কে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি কোনো সদুত্তর দেননি। তবে আমার ইউনিয়ন পরিষদে এসে বিস্তারিত জানাতে চেয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শনের জন্য বের হয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি জানার সাথে সাথেই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
১৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
২৮ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে