Ajker Patrika

শোক দিবসে বিদ্যালয়ে বাজল হিন্দি গান

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
শোক দিবসে বিদ্যালয়ে বাজল হিন্দি গান

রাজবাড়ির বালিয়াকান্দির একটি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বারান্দায় সাউন্ড বক্সে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সৃষ্টি হয় সমালোচনা।

আজ সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এতে আহ্বায়ক করা হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, একাডেমিক সুপারভাইজার মো. মিয়াদ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল মাহমুদ।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে শোক দিবসের অনুষ্ঠানের জন্য সাউন্ডবক্স আনা হয়। কিন্তু হুট করেই দেশের গানের পরিবর্তে হিন্দি গান বাজছে শোনা যায়। পরবর্তীতে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন স্থানীয় একজন। এরপর থেকে এটি নিয়ে সমালোচনা শুরু হয়।

জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর বিষয়ে প্রধান শিক্ষক কুমারেশ বাছার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে আমার সামনে কখনো হিন্দি গান বাজেনি। আমার স্কুলে আসার পরে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে।’

বিষয়টি সম্পর্কে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি সম্পর্কে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি কোনো সদুত্তর দেননি। তবে আমার ইউনিয়ন পরিষদে এসে বিস্তারিত জানাতে চেয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শনের জন্য বের হয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি জানার সাথে সাথেই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত