Ajker Patrika

মহাখালীতে বিআরটিসি বাসের ধাক্কায় কিশোর নিহত 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪: ৫০
মহাখালীতে বিআরটিসি বাসের ধাক্কায় কিশোর নিহত 

রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের নিচে বিআরটিসি বাসের ধাক্কায় রনি (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত রনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংশা গ্রামের ভ্যানচালক অলিউল্লাহর ছেলে। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। পরিবারের সঙ্গে থাকত মহাখালী সাততলা বস্তিতে। বস্তির একটি মাদ্রাসায় পড়ত রনি। 

রনির বাবা অলিউল্লাহ জানান, মহাখালী ডিওএইচএস থেকে ভ্যানগাড়িতে ইট নিয়ে সাততলা বস্তিতে যাচ্ছিলেন। ভ্যানটি পেছন থেকে ধাক্কা দিচ্ছিল রনি। পথে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে বিআরটিসি পরিবহনের একটি দ্বিতল বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় আর রাস্তায় ছিটকে পড়ে রনি। ওই বাসেরই চাকায় পিষ্ট হয় রনি। এতে রনির বাবাও সামান্য আহত হন। তখন পথচারীদের সহায়তায় রনিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত