Ajker Patrika

সরকার পতনের লক্ষ্য ছিল না, পালানোর পরিস্থিতি শেখ হাসিনাই তৈরি করেছেন: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২১: ০৯
সরকার পতনের লক্ষ্য ছিল না, পালানোর পরিস্থিতি শেখ হাসিনাই তৈরি করেছেন: আনু মুহাম্মদ

শিক্ষার্থীদের সাধারণ আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিতে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বেশি বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ‘অংশগ্রহণমূলক গণপাঠ: এরপর কী’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ। 

আনু মুহাম্মদ বলেন, ‘সরকার পতন আন্দোলনের লক্ষ্য ছিল না। শিক্ষার্থীরা এটার জন্য প্রস্তুতও ছিল না। সরকার যে পতনের মধ্য দিয়ে গেল—এটার কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে হবে। তিনি এটাকে টেনে টেনে নিজের পালানোর পরিস্থিতিতে নিয়ে গেছেন।’ 

আনু মুহাম্মদ আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মাঝে ধীরে ধীরে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে। তাঁরা আর স্বৈরতান্ত্রিক অবস্থায় ফিরতে চান না। সকলের মুক্তি চাই। কিন্তু সেটার সুনির্দিষ্ট কাঠামো গণ-অভ্যুত্থানে পরিষ্কার হয়নি।’ 

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তির তথ্য গোপন রাখা হয়েছে, তা প্রকাশ করতে হবে। কমিশন গঠন করে সংবিধান সংশোধন করতে হবে।’

শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইরানে বিপ্লব হয়েছিল সেটা মৌলবাদীরা দখল করে নিয়েছে। আমাদের দেশে একটা বিপ্লব হয়ে গেছে। এতে মানুষের বিক্ষোভ ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এখন সামাজিক বৈষম্য দূর করতে হবে।’ বামপন্থী দলগুলোর মধ্যে একটা জোট করার তাগিদ দেন তিনি। 

সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এবার সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আগের সব আন্দোলনকে ছাড়িয়ে গেছে। গণজোয়ারের মধ্যে সৃজনশীলতার উন্মেষ ঘটেছে। আমরা লুটেরা ধনিকশ্রেণিকে আঘাত করেছি, কিন্তু নিশ্চিহ্ন করতে পারিনি। এখন প্রথম কর্তব্য হচ্ছে, বিজয় ধরে রাখতে হবে। এটা শোষণমুক্তির সংগ্রামে রূপান্তর করতে হবে।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আন্দোলনের বিজয় হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার হয়েছে। তারা বলেনি, নতুন সরকারের কাজের রূপরেখা কী। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে কীভাবে উত্তরণ করবে। আন্দোলন করেছি কি আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাব। এটার গ্যারান্টি কী। এক লোকের হাতে এত ক্ষমতা রাখা চলবে না।’ 

অনুষ্ঠানে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্যসচিব আফজালুল বাসারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত