ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভাই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে স্থানীয় জনতা। ভোটের আগের রাতে (সোমবার) উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাঁকে থানায় নিয়ে যায়।
কাপ-পিরিচের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ভাই ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ টাকা বিতরণের কথা অস্বীকার করলেও আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। খবর পেয়ে আরেক প্রার্থী মাহবুবুর রহমান জনির লোকজন গাড়ি নিয়ে ঘটনাস্থলে এলে তাঁদের গাড়িও থানায় নেওয়া হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১১দিকে উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যক্তিগত প্রাইভেট কারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান। এ সময় তাঁর গাড়ি আটক করে স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। একই স্থান থেকে শালিক প্রতীকের আরেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। সেই ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির এক কর্মীকে বলতে দেখা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাই পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য এসেছেন। তাঁদের স্থানীয় জনতা আটক করেছে। তাঁদের সঙ্গে অস্ত্রও রয়েছে। তবে সেই ভিডিওতে টাকা ও অস্ত্রের কথা অস্বীকার করতে দেখা গেছে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিয়ম ভেঙে ভোটের আগের রাতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাইসহ কয়েকজন প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাঁদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িসহ তাঁকে আটক করা হয়। একই স্থান থেকে শালিক প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান জনির গাড়িও আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভাই ইউপি চেয়ারম্যানকে আটক করেছে স্থানীয় জনতা। ভোটের আগের রাতে (সোমবার) উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাঁকে থানায় নিয়ে যায়।
কাপ-পিরিচের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ভাই ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ টাকা বিতরণের কথা অস্বীকার করলেও আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। খবর পেয়ে আরেক প্রার্থী মাহবুবুর রহমান জনির লোকজন গাড়ি নিয়ে ঘটনাস্থলে এলে তাঁদের গাড়িও থানায় নেওয়া হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১১দিকে উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যক্তিগত প্রাইভেট কারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান। এ সময় তাঁর গাড়ি আটক করে স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। একই স্থান থেকে শালিক প্রতীকের আরেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। সেই ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির এক কর্মীকে বলতে দেখা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাই পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য এসেছেন। তাঁদের স্থানীয় জনতা আটক করেছে। তাঁদের সঙ্গে অস্ত্রও রয়েছে। তবে সেই ভিডিওতে টাকা ও অস্ত্রের কথা অস্বীকার করতে দেখা গেছে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিয়ম ভেঙে ভোটের আগের রাতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাইসহ কয়েকজন প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাঁদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িসহ তাঁকে আটক করা হয়। একই স্থান থেকে শালিক প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান জনির গাড়িও আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৬ মিনিট আগে