জাবি প্রতিনিধি
আগের সভাপতির দেওয়া শিক্ষক নিয়োগকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে, তা বাতিলের আবেদন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। এ নিয়ে গত ৩০ অক্টোবর উপাচার্য নূরুল আলমকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান চিঠি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর উদ্ভিদ বিজ্ঞান বিভাগে দুজন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে সেখানে কোনো ব্রাঞ্চ উল্লেখ না থাকায় চলতি বছরের ২ জানুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কমিটির বিশেষ সভায় ব্রাঞ্চ উল্লেখ করে পুনবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিভাগের পরবর্তী সাধারণ সভায় আলোচনার মাধ্যমে কোন ব্রাঞ্চে শিক্ষক নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু পরে বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক নুহু আলম বিষয়টি চূড়ান্ত করতে বিভাগে আর কোন আলোচনা করেননি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিভাগের ১১ জন শিক্ষক গত ২৮ সেপ্টেম্বর উপাচার্যের কাছে আপত্তি জানান। এ দিকে পুনবিজ্ঞপ্তি না দিয়েই সম্প্রতি ওই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, ‘অধ্যাপক ছালেহ আহাম্মদ খান নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কমিটির বিশেষ সভা হয়। ওই সভায় ওই নিয়োগের জন্য গৃহীত সব পদক্ষেপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে পুনরায় আলোচনা করে বিভাগের চাহিদার ভিত্তিতে ক্ষেত্র/ব্রাঞ্চ উল্লেখ করে পুনরায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগটি সম্পন্ন করতে উপাচার্যকে লিখিত অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর, গত ৩০ অক্টোবর উপাচার্য নূরুল আলমকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান একাডেমিক কমিটির সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়।
এ নিয়ে বিভাগের সভাপতি ছালেহ আহাম্মদ বলেন, ‘মাইকোলজি ও প্ল্যান্ট প্যাথলজি ব্রাঞ্চে ইতিমধ্যে ৪ জন শিক্ষক রয়েছেন। মোট ১২টি ব্রাঞ্চের ৭ টিতে ২ জন ও বাকি ৪ টিতে একজন করে শিক্ষক রয়েছেন। এমতাবস্থায়, মাইকোলজি ও প্ল্যান্ট প্যাথলজি ব্রাঞ্চে নতুন করে আরও দুজনকে নিয়োগ দেওয়া অযাচিত।’
এ নিয়ে জানতে চাইলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নুহু আলম বলেন, ‘নিয়োগের জন্য চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয়েছে এবং সেখানে উপাচার্যসহ নির্ধারিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঠিক নিয়মপালন করেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
আগের সভাপতির দেওয়া শিক্ষক নিয়োগকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে, তা বাতিলের আবেদন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা। এ নিয়ে গত ৩০ অক্টোবর উপাচার্য নূরুল আলমকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান চিঠি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর উদ্ভিদ বিজ্ঞান বিভাগে দুজন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে সেখানে কোনো ব্রাঞ্চ উল্লেখ না থাকায় চলতি বছরের ২ জানুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কমিটির বিশেষ সভায় ব্রাঞ্চ উল্লেখ করে পুনবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিভাগের পরবর্তী সাধারণ সভায় আলোচনার মাধ্যমে কোন ব্রাঞ্চে শিক্ষক নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু পরে বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক নুহু আলম বিষয়টি চূড়ান্ত করতে বিভাগে আর কোন আলোচনা করেননি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিভাগের ১১ জন শিক্ষক গত ২৮ সেপ্টেম্বর উপাচার্যের কাছে আপত্তি জানান। এ দিকে পুনবিজ্ঞপ্তি না দিয়েই সম্প্রতি ওই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, ‘অধ্যাপক ছালেহ আহাম্মদ খান নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কমিটির বিশেষ সভা হয়। ওই সভায় ওই নিয়োগের জন্য গৃহীত সব পদক্ষেপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে পুনরায় আলোচনা করে বিভাগের চাহিদার ভিত্তিতে ক্ষেত্র/ব্রাঞ্চ উল্লেখ করে পুনরায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগটি সম্পন্ন করতে উপাচার্যকে লিখিত অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর, গত ৩০ অক্টোবর উপাচার্য নূরুল আলমকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান একাডেমিক কমিটির সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়।
এ নিয়ে বিভাগের সভাপতি ছালেহ আহাম্মদ বলেন, ‘মাইকোলজি ও প্ল্যান্ট প্যাথলজি ব্রাঞ্চে ইতিমধ্যে ৪ জন শিক্ষক রয়েছেন। মোট ১২টি ব্রাঞ্চের ৭ টিতে ২ জন ও বাকি ৪ টিতে একজন করে শিক্ষক রয়েছেন। এমতাবস্থায়, মাইকোলজি ও প্ল্যান্ট প্যাথলজি ব্রাঞ্চে নতুন করে আরও দুজনকে নিয়োগ দেওয়া অযাচিত।’
এ নিয়ে জানতে চাইলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নুহু আলম বলেন, ‘নিয়োগের জন্য চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয়েছে এবং সেখানে উপাচার্যসহ নির্ধারিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঠিক নিয়মপালন করেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে