Ajker Patrika

সাংবাদিকের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সাংবাদিকের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করেছেন সাংবাদিকেরা। আজ রোববার বিকেল ৬টায় সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা এ মৌন মিছিলের আয়োজন করে।

জানা যায়, গতকাল শনিবার ‘শিক্ষকদের টাকায় সংবর্ধনা’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদে বলা হয়—টাঙ্গাইলের সখীপুরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে বিশেষ ভূমিকা রাখার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা টাঙ্গাইল–৮ আসনের সংসদকে গণসংবর্ধনা দিচ্ছেন। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সংবর্ধনা দিচ্ছেন না, বরং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। আরও বলা হয়, গণসংবর্ধনার খরচ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নিজেরাই চাঁদা তুলে বহন করছেন।

এ প্রতিবেদন প্রকাশের পর ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও স্থানীয় আওয়ামী, যুবলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তাঁরা প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ান।

পরে এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সখীপুর প্রেসক্লাবে জরুরি সভার আয়োজন করেন সাংবাদিকেরা। সভায় প্রেসক্লাব সভাপতির কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করা হয়। মিছিলটি সখীপুর প্রেসক্লাব থেকে বের হয়ে মোখতার ফোয়ারা চত্বর ও থানা গেট প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত