নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো সীমাবদ্ধতা যাত্রী সেবায় বড় বাধা বলে মনে করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিমান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এখন হয়তো ভালো মানের যাত্রী সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। টার্মিনালের কাজ শেষ হলে আমরা বিশ্বমানের যাত্রী সেবা নিশ্চিত করতে চেষ্টা করবো।
তৃতীয় টার্মিনাল আগামী বছর সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বিমানবন্দরকে এমনভাবে সাজাবো, যাতে যেকোনো পর্যটক বা বিদেশি অতিথি দেশে আসলে অনুধাবন করতে পারে বাংলাদেশের অগ্রগতির চিত্র। এখন পর্যন্ত টার্মিনালের কাজের অগ্রগতি হয়েছে ৩৪ শতাংশ। প্রত্যাশিত কাজের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ বেশি হয়েছে। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা উদ্বোধন করতে পারব।’
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের গন্তব্যে উচ্চ বিমানভাড়ার বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘এয়ারলাইনসগুলোর সঙ্গে বসে বিষয়টি আলোচনা করা হয়েছে। টিকিটের উচ্চ মূল্যের সমস্যাটি ধীরে ধীরে কমে আসছে। এক মাসের মধ্যে আরও কমে আসবে।’ এ ছাড়া হজ মৌসুমেও বিমানভাড়া সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করা হবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী।
শাহজালাল বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘ট্যাক্সিওয়ের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে এই বিমানবন্দরে অনেক উড়োজাহাজ আসবে। তবে বিমানবন্দরে রানওয়ে একটি। তাই উড়োজাহাজ রানওয়েতে থাকার স্থায়িত্ব যাতে কম হয়, দ্রুততার সঙ্গে যেন তা পার্ক করতে পারে, এ জন্য দুটি অতিরিক্ত হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। এই কাজ আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।’ শাহজালাল বিমানবন্দরের নতুন রাডার স্থাপনের কাজ শুরু হয়ে গেছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
বিমানবন্দরের যাত্রী ভোগান্তির কথা জানতে চাইলে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে বছরে যাত্রী সংখ্যা বেড়েছে, সেই হিসেবে অবকাঠামো বাড়েনি। আরও আগে সরকারের থার্ড টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছাত না। এখন যে অবকাঠামো রয়েছে, এর মাধ্যমে যাত্রী সেবার মান কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে নজর দিতে হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো সীমাবদ্ধতা যাত্রী সেবায় বড় বাধা বলে মনে করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিমান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এখন হয়তো ভালো মানের যাত্রী সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। টার্মিনালের কাজ শেষ হলে আমরা বিশ্বমানের যাত্রী সেবা নিশ্চিত করতে চেষ্টা করবো।
তৃতীয় টার্মিনাল আগামী বছর সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বিমানবন্দরকে এমনভাবে সাজাবো, যাতে যেকোনো পর্যটক বা বিদেশি অতিথি দেশে আসলে অনুধাবন করতে পারে বাংলাদেশের অগ্রগতির চিত্র। এখন পর্যন্ত টার্মিনালের কাজের অগ্রগতি হয়েছে ৩৪ শতাংশ। প্রত্যাশিত কাজের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ বেশি হয়েছে। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা উদ্বোধন করতে পারব।’
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের গন্তব্যে উচ্চ বিমানভাড়ার বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘এয়ারলাইনসগুলোর সঙ্গে বসে বিষয়টি আলোচনা করা হয়েছে। টিকিটের উচ্চ মূল্যের সমস্যাটি ধীরে ধীরে কমে আসছে। এক মাসের মধ্যে আরও কমে আসবে।’ এ ছাড়া হজ মৌসুমেও বিমানভাড়া সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করা হবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী।
শাহজালাল বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘ট্যাক্সিওয়ের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে এই বিমানবন্দরে অনেক উড়োজাহাজ আসবে। তবে বিমানবন্দরে রানওয়ে একটি। তাই উড়োজাহাজ রানওয়েতে থাকার স্থায়িত্ব যাতে কম হয়, দ্রুততার সঙ্গে যেন তা পার্ক করতে পারে, এ জন্য দুটি অতিরিক্ত হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। এই কাজ আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।’ শাহজালাল বিমানবন্দরের নতুন রাডার স্থাপনের কাজ শুরু হয়ে গেছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
বিমানবন্দরের যাত্রী ভোগান্তির কথা জানতে চাইলে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে বছরে যাত্রী সংখ্যা বেড়েছে, সেই হিসেবে অবকাঠামো বাড়েনি। আরও আগে সরকারের থার্ড টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছাত না। এখন যে অবকাঠামো রয়েছে, এর মাধ্যমে যাত্রী সেবার মান কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে নজর দিতে হবে।’
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে