Ajker Patrika

মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৫: ২১
মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান মেয়র আতিকের

রাজধানীতে যাত্রা শুরু করা মেট্রোরেলে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা মেট্রোরেল ব্যবহার করছেন, তাঁদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে মেট্রোর মধ্যে কোনো ময়লা ফেলবেন না। আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে।’

মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিডি ক্লিন আয়োজিত প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। প্রদর্শনীতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও সিগারেটের ফিল্টার দিয়ে মাছ, গাছ ও কচ্ছপের প্রতিকৃতি তৈরি করা হয়। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ৩০ টন প্লাস্টিকের বোতল বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে সংগ্রহ করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের মাসে তাঁরা এটা করেছেন। এসব বোতল ও পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ, একই সঙ্গে জলাবদ্ধতার কারণ। পরিবেশ দূষণকারী এসব উপাদান জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছে। সিগারেটের ফিল্টার মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। গত এক মাস ধরে শীতের মধ্যে বিডি ক্লিনের সদস্যরা কাজ করেছেন। সুন্দর আয়োজনে আমি মুগ্ধ।’ এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিডি ক্লিনকে শুভেচ্ছাস্বরূপ ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। 

প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা করছে। তাদের লাভের জন্য দেশ ও দেশের ক্ষতি হবে এটা তো ঠিক না। যখন ড্রেন পরিষ্কার করছি, তখন প্লাস্টিকের বর্জ্য আর চিপস আসছে। আপনারা যে পণ্য উৎপাদন করবেন, তা যেন শহরের ক্ষতি না করে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। তা না হলে প্লাস্টিক ও পলিথিন উৎপাদন যারা করছে, তাদের কীভাবে শাস্তির আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখব।’ 

এ ছাড়া আগামী ৪ জানুয়ারি থেকে লেক দূষণ রোধে বনানী, গুলশান ও বারিধারা লেকে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত