Ajker Patrika

রূপগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০: ৫৯
রূপগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। অবরোধের সমর্থনে সেখানে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ ও মাসুদুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার কুশাব এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ও পুলিশ বলছে, ছাত্রদলের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে সকালে এশিয়ান হাইওয়েতে অবস্থান নেওয়ার পরপরই একটি কাভার্ড ভ্যান আটকে দেওয়া হয়। এরপর ওই ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। পরে আরেকটি কাঠবোঝাই ট্রাক সামনে এলে সেটিও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন নেতা-কর্মীরা। পাল্টা জবাবে পুলিশ শটগানের গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে অন্তত চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাঁদের নাম প্রকাশ করেনি।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছিল। সেগুলো নিভিয়ে ফেলা হয়েছে। আমরা চারজনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত