Ajker Patrika

সংসদ নির্বাচনে প্রার্থী হতে সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সংসদ নির্বাচনে প্রার্থী হতে সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তাঁর নাম মুশফিকুর রহমান খান হান্নান। আজ শনিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। 

মুশফিকুর রহমান খান হান্নান দুই বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য। আজ শনিবার সন্ধ্যায় মুশফিকুর রহমান খান হান্নান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুশফিকুর রহমান খান হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ জমা দিয়েছি। এ ছাড়া আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছি। আশা করছি, দল আমাকে নৌকার মনোনয়ন দেবেন। দল আমাকে নৌকা দিলে সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’ 

উল্লেখ্য, হান্নান ২০১৮ সালের এপ্রিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর পাঁচ মাস দায়িত্ব পালন করলেই তাঁর মেয়াদ পূর্ণ হতো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ মাস আগেই পদত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত