ঢামেক প্রতিবেদক
রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের বাসায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী (১৩) আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চামেলীবাগের বাসা থেকে অচেতন অবস্থায় স্বজনেরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিথিলা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শাংকিভাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। শান্তিবাগের চামেলীবাগের বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে মিথিলা ছিল সবার বড়।
বাবা দেলোয়ার হোসেন বলেন, গত রাতে আমার ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করছিল। এ সময় তাদের মা মিথিলাকে বকাঝকা করে। এতে মিথিলা অভিমান করে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা খোলে না। পরে দরজা ভেঙে দেখা যায় মিথিলা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ভোরে ওই শিক্ষার্থীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানায় সে গলায় ফাঁসি দিয়েছিল।’
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার বলেন, মায়ের সঙ্গে অভিমান করে চামেলীবাগের বাসায় গলায় ফাঁসি দেয় ওই শিক্ষার্থী। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের বাসায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী (১৩) আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চামেলীবাগের বাসা থেকে অচেতন অবস্থায় স্বজনেরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিথিলা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শাংকিভাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। শান্তিবাগের চামেলীবাগের বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে মিথিলা ছিল সবার বড়।
বাবা দেলোয়ার হোসেন বলেন, গত রাতে আমার ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করছিল। এ সময় তাদের মা মিথিলাকে বকাঝকা করে। এতে মিথিলা অভিমান করে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা খোলে না। পরে দরজা ভেঙে দেখা যায় মিথিলা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ভোরে ওই শিক্ষার্থীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানায় সে গলায় ফাঁসি দিয়েছিল।’
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার বলেন, মায়ের সঙ্গে অভিমান করে চামেলীবাগের বাসায় গলায় ফাঁসি দেয় ওই শিক্ষার্থী। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে