Ajker Patrika

হোলি আর্টিজানে নিহতদের স্মরণে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৫: ১০
হোলি আর্টিজানে নিহতদের স্মরণে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। আজ শনিবার সকালে কূটনীতিকেরা গুলশানের হোলি আর্টিজান বেকারির সেই বাড়ির সামনে নির্মিত অস্থায়ী স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। যদিও গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি এখন বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন এর মালিক। তাই বাড়ির সামনে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। 

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। সকালে তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর বাড়িটির মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। সড়কটিতে পুলিশের পাহারা রাখা হয়েছে।

কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় জঙ্গিরা হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় ২০১৮ সালের ২৩ জুলাই চার্জশিট দাখিলের পর ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত