কিশোরগঞ্জ প্রতিনিধি
ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় জামাত এখানে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পুলিশ বলেছে, ঈদের জামাত ঘিরে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, সারা দেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যাঁরা এক থেকে দুই দিন আগে চলে আসেন, তাঁদের জন্য তিনটি পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়, শোলাকিয়া কুমুদিনী প্রাথমিক বিদ্যালয় ও বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। তাদের জন্য বিনা মূল্যে ইফতারি ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯৮ তম ঈদ জামাত হবে সকাল ১০টায়। থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা। ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক জোবায়ের ইবনে আব্দুল হাই।
শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান সাংবাদিকদের শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তাঁরা জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু বহন করতে পারবেন না। কোনো ধরনের ডিভাইস নিয়ে মাঠে আসতে পারবেন না। বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার ও মাঠের আশপাশে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি স্থাপন করা হয়েছে, যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম মাঠে অবস্থান করবে।
জেলা প্রশাসক আরও বলেন, শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছাড়বে সকাল ৬টায় কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় ভৈরব পৌঁছাবে বেলা ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছাবে বেলা ৩টায়।
পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, পুলিশ ও র্যাবের ছয়টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। ১১ হাজার পুলিশ সদস্য পোশাকে ও সাদাপোশাকে দায়িত্ব পালন করবেন। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করার জন্য গোয়েন্দা নজরদারি রমজানের প্রথম থেকেই অব্যাহত আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। মাঠের সার্বক্ষণিক নিরাপত্তায় ড্রোনের ব্যবস্থা থাকবে। মাঠের চতুর্দিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রত্যেককে সার্চ করার জন্য মেটাল ডিটেক্টর থাকবে।
র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান বলেন, মুসল্লিদের নিরাপত্তায় পোশাকের পাশাপাশি সাদাপোশাকেও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। র্যাবের কন্ট্রোল রুম থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনও থাকবে।
ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় জামাত এখানে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পুলিশ বলেছে, ঈদের জামাত ঘিরে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, সারা দেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যাঁরা এক থেকে দুই দিন আগে চলে আসেন, তাঁদের জন্য তিনটি পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়, শোলাকিয়া কুমুদিনী প্রাথমিক বিদ্যালয় ও বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। তাদের জন্য বিনা মূল্যে ইফতারি ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯৮ তম ঈদ জামাত হবে সকাল ১০টায়। থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা। ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক জোবায়ের ইবনে আব্দুল হাই।
শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান সাংবাদিকদের শোলাকিয়া মাঠের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তাঁরা জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু বহন করতে পারবেন না। কোনো ধরনের ডিভাইস নিয়ে মাঠে আসতে পারবেন না। বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার ও মাঠের আশপাশে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি স্থাপন করা হয়েছে, যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম মাঠে অবস্থান করবে।
জেলা প্রশাসক আরও বলেন, শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছাড়বে সকাল ৬টায় কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় ভৈরব পৌঁছাবে বেলা ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছাবে বেলা ৩টায়।
পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, পুলিশ ও র্যাবের ছয়টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। ১১ হাজার পুলিশ সদস্য পোশাকে ও সাদাপোশাকে দায়িত্ব পালন করবেন। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করার জন্য গোয়েন্দা নজরদারি রমজানের প্রথম থেকেই অব্যাহত আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। মাঠের সার্বক্ষণিক নিরাপত্তায় ড্রোনের ব্যবস্থা থাকবে। মাঠের চতুর্দিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রত্যেককে সার্চ করার জন্য মেটাল ডিটেক্টর থাকবে।
র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান বলেন, মুসল্লিদের নিরাপত্তায় পোশাকের পাশাপাশি সাদাপোশাকেও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। র্যাবের কন্ট্রোল রুম থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনও থাকবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে