গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে এক জেলের জালে প্রায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে লেম্বুরচরসংলগ্ন বঙ্গোপসাগর থেকে আল-আমিন খাঁ নামে এক জেলে মাছটি ধরেন।
৯ মিনিট আগেশরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
২৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবকে (২৮) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঈশ্বরদী থানা-পুলিশ এ কথা নিশ্চিত করেছে।
৩৬ মিনিট আগেবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের সীমিত সম্পদের কথা মাথায় রেখে অপচয়, দুর্নীতি কমাতে হবে। উন্নয়নের আরেকটি বড় সমস্যা আমাদের প্রকল্প ব্যয় বেশি।’
৪০ মিনিট আগে