ঢাবি সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের রায় পুনর্বহাল করেছে হাইকোর্ট। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। পাশাপাশি পুনর্বহালকৃত এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তারা। আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ছাত্রলীগের ২০ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আজ রোববার এই মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি এ রায় দ্রুত কার্যকরের দাবি করছি।’
বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসীর আল জেমির পলায়নে ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য দায়ী করেন। পাশাপাশি পলাতক এ আসামিকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিপক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা স্পষ্ট করে শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা, অনাচার বা অপকর্মের স্থান নেই। আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি, তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। বাংলাদেশ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো অপকর্মের সুযোগ দেওয়া হবে না।’
এতে আরও বলা হয়, ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে, গোপনে বা ছত্র ছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চায় না। শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জ্ঞানচর্চার পরিবেশ চান। সব ছাত্র সংগঠন ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের রায় পুনর্বহাল করেছে হাইকোর্ট। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। পাশাপাশি পুনর্বহালকৃত এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তারা। আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানান বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ছাত্রলীগের ২০ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আজ রোববার এই মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি এ রায় দ্রুত কার্যকরের দাবি করছি।’
বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসীর আল জেমির পলায়নে ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য দায়ী করেন। পাশাপাশি পলাতক এ আসামিকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিপক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা স্পষ্ট করে শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা, অনাচার বা অপকর্মের স্থান নেই। আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি, তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। বাংলাদেশ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো অপকর্মের সুযোগ দেওয়া হবে না।’
এতে আরও বলা হয়, ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে, গোপনে বা ছত্র ছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চায় না। শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জ্ঞানচর্চার পরিবেশ চান। সব ছাত্র সংগঠন ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে