মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে এক নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ দেওয়া ওই নারী হলেন মুলাদী পৌরসভার চরগুদিঘাটা গ্রামের সৌদি আরবপ্রবাসী আসাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার। তাঁর দাবি, ব্যাংকের কর্মকর্তাদের অবহেলায় হিসাব থেকে টাকা গায়েব হয়েছে।
লাবনী আক্তার জানান, তাঁর স্বামী গত ৪ মার্চ এক ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংকের হিসাব নম্বরে আড়াই লাখ টাকা পাঠান। ওই দিনই তিনি ব্যাংকে গিয়ে টাকা জমা হওয়ার বিষয় নিশ্চিত হন। গত ৬ মার্চ ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা বলেন, হিসাবে কোনো টাকা নাই।
ব্যাংকের কর্মকর্তারা হিসাব বিবরণী প্রিন্ট করে দেন লাবনী আক্তারকে। তিনি তাতে দেখতে পান ৬২৫ বারে ৪০০ টাকা করে আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। লাবনী আক্তার বলেন, ‘এই টাকা আমি তুলি নাই। টাকা না পেয়ে আমি গতকাল মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে মুলাদী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘গ্রাহকের হিসাব থেকে টাকা উধাওয়ের সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। লাবনী আক্তার গোপন পিন নম্বর কাউকে দিয়ে থাকলে সেই ব্যক্তি টাকা তুলে নিয়ে থাকতে পারেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে এক নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ দেওয়া ওই নারী হলেন মুলাদী পৌরসভার চরগুদিঘাটা গ্রামের সৌদি আরবপ্রবাসী আসাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার। তাঁর দাবি, ব্যাংকের কর্মকর্তাদের অবহেলায় হিসাব থেকে টাকা গায়েব হয়েছে।
লাবনী আক্তার জানান, তাঁর স্বামী গত ৪ মার্চ এক ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংকের হিসাব নম্বরে আড়াই লাখ টাকা পাঠান। ওই দিনই তিনি ব্যাংকে গিয়ে টাকা জমা হওয়ার বিষয় নিশ্চিত হন। গত ৬ মার্চ ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা বলেন, হিসাবে কোনো টাকা নাই।
ব্যাংকের কর্মকর্তারা হিসাব বিবরণী প্রিন্ট করে দেন লাবনী আক্তারকে। তিনি তাতে দেখতে পান ৬২৫ বারে ৪০০ টাকা করে আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। লাবনী আক্তার বলেন, ‘এই টাকা আমি তুলি নাই। টাকা না পেয়ে আমি গতকাল মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে মুলাদী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘গ্রাহকের হিসাব থেকে টাকা উধাওয়ের সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। লাবনী আক্তার গোপন পিন নম্বর কাউকে দিয়ে থাকলে সেই ব্যক্তি টাকা তুলে নিয়ে থাকতে পারেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে