Ajker Patrika

স্বামীর চাপাতির কোপে স্ত্রী গুরুতর আহত

মাদারীপুর প্রতিনিধি
স্বামীর চাপাতির কোপে স্ত্রী গুরুতর আহত

মাদারীপুরের রাজৈরের পৌর এলাকার হৃদয়নন্দী এলাকায় স্বামীর চাপাতির কোপে স্ত্রী গুরুতর আহত হয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

স্বামী রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার বাদশা শেখের ছেলে লাভলু শেখ। ঘটনার পর থেকে লাভলু পলাতক রয়েছে। 

আহতের আপন ভাই হৃদয় বেপারী আজকের পত্রিকাকে জানান, ‘বেশ কয়েক দিন ধরে অসুস্থ হয়ে আমার মা রাজৈর হাসপাতালে ভর্তি রয়েছে। আমার বোন মাকে সেবা করার কথা বললে দুলাভাই ক্ষিপ্ত হয়ে যায়। শনিবার দিবাগত রাত নয়টার দিকে আমার বোন নিজ বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার পথে হামলা করে লাভলু। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।’ 

হৃদয় বেপারী আরও বলেন, আমার বোন রিক্তা আক্তারকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এ ব্যাপারে রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীরা এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত