গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নারী বন্দীকে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়ার পর ছয় কারারক্ষীকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল রোববার রাতে বদলির আদেশের কপি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আসার পর আজ সোমবার সকালে তাঁদের বদলি করা হয়।
বদলির আদেশ অনুযায়ী কারারক্ষী মোছা. আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এবং লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমান বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে কারারক্ষী বদলি আদেশের কপি হাতে পেয়েছি। তবে কী কারণে তাঁদের বদলি করা হয়েছে, সেটি আমাদের জানানো হয়নি। আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশ থাকায় আজ সোমবার সকালেই তাঁদের কাশিমপুর মহিলা কারাগার থেকে বদলি করা হয়।’
এর আগে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দী নির্যাতনে যুবলীগের বহিষ্কৃত নেত্রী, ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি শামীমা নুর পাপিয়াকে সহযোগিতা ও বন্দীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাগারের মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়। আর বন্দী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শামীমা নুর পাপিয়াকে ৩ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, নানা কেলেঙ্কারির কারণে আলোচিত ও দল থেকে বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে গ্রেপ্তারের পর থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী থাকাকালে কারাগারের ভেতর গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য। সেখানে তাঁর কর্তৃত্ব ধরে রাখতে গড়ে তুলেছেন অনুগত এক বাহিনী। কারাগারে বন্দী অন্য নারীদের ওপর চালান নির্যাতন, ছিনিয়ে নেন তাঁদের টাকাপয়সা, বিভিন্ন জিনিসপত্র। বাধা দিলে চালান নির্যাতন। আর এ কাজে কয়েকজন কারারক্ষী এবং নারী বন্দী তাঁর সহযোগী হন।
আরও জানা গেছে, নির্যাতনের শিকার বন্দী নারীর নাম রুনা লায়লা (৩৮)। তিনি ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে এবং মৃত এ কে এম মাহমুদুল হকের স্ত্রী। তিনি ঢাকার কোতোয়ালি থানায় নথি চুরির দায়ে গত ১৫ জুন মামলায় বন্দী হিসেবে ১৬ জুন থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দী ছিলেন। তাঁর ভাই আব্দুল করিম গত ২৫ জুন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে ওই কারাগারে রুনা লায়লার ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরেন। পরে তিনি ২৭ জুন জামিনে মুক্তি পান।
পরে বন্দী নির্যাতনের ঘটনা তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ জেল সুপার ফারজানা আক্তারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। নির্যাতনে জড়িত অন্য বন্দীদের শাস্তি দেওয়া হয়। মেট্রন ফাতেমাসহ দুজনকে শোকজ করা হয়। হাজতিকে নির্যাতনের অভিযোগে মেট্রন ফাতেমাকে শোকজ করা হয়। মেট্রন ফাতেমা গত ২৮ জুন শোকজের জবাব দিলে সন্তোষজনক না হওয়ায় তাঁকে ১ জুলাই থেকে রিজার্ভে ডিউটি দেওয়া হয়। তদন্তে বন্দী নির্যাতনের ঘটনায় ফাতেমা জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি মফিজুর রহমান ও পাপিয়া দম্পতিকে আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তাঁর স্বামীকে ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নারী বন্দীকে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়ার পর ছয় কারারক্ষীকে অন্যত্র বদলি করা হয়েছে। গতকাল রোববার রাতে বদলির আদেশের কপি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আসার পর আজ সোমবার সকালে তাঁদের বদলি করা হয়।
বদলির আদেশ অনুযায়ী কারারক্ষী মোছা. আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এবং লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমান বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে কারারক্ষী বদলি আদেশের কপি হাতে পেয়েছি। তবে কী কারণে তাঁদের বদলি করা হয়েছে, সেটি আমাদের জানানো হয়নি। আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশ থাকায় আজ সোমবার সকালেই তাঁদের কাশিমপুর মহিলা কারাগার থেকে বদলি করা হয়।’
এর আগে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দী নির্যাতনে যুবলীগের বহিষ্কৃত নেত্রী, ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি শামীমা নুর পাপিয়াকে সহযোগিতা ও বন্দীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাগারের মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়। আর বন্দী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শামীমা নুর পাপিয়াকে ৩ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, নানা কেলেঙ্কারির কারণে আলোচিত ও দল থেকে বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে গ্রেপ্তারের পর থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী থাকাকালে কারাগারের ভেতর গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য। সেখানে তাঁর কর্তৃত্ব ধরে রাখতে গড়ে তুলেছেন অনুগত এক বাহিনী। কারাগারে বন্দী অন্য নারীদের ওপর চালান নির্যাতন, ছিনিয়ে নেন তাঁদের টাকাপয়সা, বিভিন্ন জিনিসপত্র। বাধা দিলে চালান নির্যাতন। আর এ কাজে কয়েকজন কারারক্ষী এবং নারী বন্দী তাঁর সহযোগী হন।
আরও জানা গেছে, নির্যাতনের শিকার বন্দী নারীর নাম রুনা লায়লা (৩৮)। তিনি ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে এবং মৃত এ কে এম মাহমুদুল হকের স্ত্রী। তিনি ঢাকার কোতোয়ালি থানায় নথি চুরির দায়ে গত ১৫ জুন মামলায় বন্দী হিসেবে ১৬ জুন থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দী ছিলেন। তাঁর ভাই আব্দুল করিম গত ২৫ জুন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে ওই কারাগারে রুনা লায়লার ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরেন। পরে তিনি ২৭ জুন জামিনে মুক্তি পান।
পরে বন্দী নির্যাতনের ঘটনা তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ জেল সুপার ফারজানা আক্তারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। নির্যাতনে জড়িত অন্য বন্দীদের শাস্তি দেওয়া হয়। মেট্রন ফাতেমাসহ দুজনকে শোকজ করা হয়। হাজতিকে নির্যাতনের অভিযোগে মেট্রন ফাতেমাকে শোকজ করা হয়। মেট্রন ফাতেমা গত ২৮ জুন শোকজের জবাব দিলে সন্তোষজনক না হওয়ায় তাঁকে ১ জুলাই থেকে রিজার্ভে ডিউটি দেওয়া হয়। তদন্তে বন্দী নির্যাতনের ঘটনায় ফাতেমা জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি মফিজুর রহমান ও পাপিয়া দম্পতিকে আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তাঁর স্বামীকে ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে