নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীর পূর্বাচলে বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের নিচে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে শেখ হাসিনা স্মরণীর তিন নম্বর ব্রিজের আন্ডারপাস এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের সামনের অংশটি ভেঙে যায় এবং এক পাশে কাত হয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা আকস্মিক ধাক্কায় জখম হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য ছিলেন। তাঁরা পূর্বাচল সি শেল পার্কে পিকনিকের জন্য রওনা হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি সকাল ১০টার দিকে আন্ডারপাসের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। আটকে পড়া বাসটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’
কেন বাসটি আটকে গেল, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চালকের আন্ডারপাসের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
তিতাস গ্যাসের সিবিএ নেতা আয়েজউদ্দিন জানান, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দ্রুতগতিতে বাস চলতে থাকার সময় হঠাৎ আটকে যাওয়ায় যাত্রীরা বেশ আঘাত পেয়েছেন। ১০ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ও বাকিরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের সঙ্গে লেগে যায়। এতে অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাসের চালককে পাওয়া যায়নি।
রাজধানীর পূর্বাচলে বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের নিচে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে শেখ হাসিনা স্মরণীর তিন নম্বর ব্রিজের আন্ডারপাস এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের সামনের অংশটি ভেঙে যায় এবং এক পাশে কাত হয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা আকস্মিক ধাক্কায় জখম হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য ছিলেন। তাঁরা পূর্বাচল সি শেল পার্কে পিকনিকের জন্য রওনা হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি সকাল ১০টার দিকে আন্ডারপাসের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। আটকে পড়া বাসটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’
কেন বাসটি আটকে গেল, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চালকের আন্ডারপাসের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
তিতাস গ্যাসের সিবিএ নেতা আয়েজউদ্দিন জানান, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দ্রুতগতিতে বাস চলতে থাকার সময় হঠাৎ আটকে যাওয়ায় যাত্রীরা বেশ আঘাত পেয়েছেন। ১০ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ও বাকিরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের সঙ্গে লেগে যায়। এতে অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাসের চালককে পাওয়া যায়নি।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে