নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিকনেতা শাজাহান খান এবং সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযুক্তদের তালিকার বাকিরা হলেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তাঁর সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
২০১৪ সালে প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে তলব করেছিল দুদক। ২০০৮ সালে শাজাহান খানের অস্থাবর সম্পদ ছিল প্রায় ৫৭ লাখ টাকার। তা বেড়ে দাঁড়িয়েছিল ২ কোটি ৮৫ লাখ টাকায়। এ ছাড়া সাবেক এই মন্ত্রী দান সূত্রে ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমির মালিক হওয়ার বিষয়টি সামনে আসে।
শাজাহান খানের দুটি গাড়ি রয়েছে, স্ত্রীর নামে ৯৬ ভরি সোনা, দুটি বাস, একটি গাড়ি ও একটি মাইক্রোবাস। এ ছাড়া স্ত্রীর নামে রয়েছে রাজউকের ১০ কাঠার প্লট ও অন্যান্য স্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। তবে ক্ষমতাসীন সরকারের চাপের মুখে দুদকে আটকে থাকে তাঁর বিরুদ্ধে চলা অনুসন্ধান।
এদিকে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দিনাজপুর-৫ আসন থেকে টানা আটবার নির্বাচিত হয়েছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এখনো জানা যায়নি।
২০০৮ সালের নির্বাচনী হলফনামায় হেনরীর সম্পদের পরিমাণ ছিল মাত্র আড়াই লাখ টাকা। অভিযোগ রয়েছে হেনরী শুধু ২০২০-২১ অর্থবছরেই ৩২ কোটি কালো টাকা সাদা করেছেন। নিজ জেলা সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও রাজধানী ঢাকায় তাঁর অঢেল সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক। এর মধ্যে কোটি কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে গড়ে তুলেছেন ‘হেনরী ভুবন’।
অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। অভিযোগ আছে, অবৈধ সম্পদের অর্থে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর, ১৮ নম্বর রোড, ১৫ নম্বর বাড়িতে দুই ইউনিটে ৭ তলা তথা ১৪টি ফ্ল্যাটের মালিক তিনি। ঢাকার ধানমন্ডি ১১ নম্বর রোড, ৪০ নম্বর বাড়িতে ৩টি ফ্ল্যাট, নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া পৌরসভার অন্তর্ভুক্ত সাউদপাড়ায় রাজকীয় ব্যয়বহুল বাড়ি করেছেন।
সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিকনেতা শাজাহান খান এবং সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযুক্তদের তালিকার বাকিরা হলেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তাঁর সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
২০১৪ সালে প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে তলব করেছিল দুদক। ২০০৮ সালে শাজাহান খানের অস্থাবর সম্পদ ছিল প্রায় ৫৭ লাখ টাকার। তা বেড়ে দাঁড়িয়েছিল ২ কোটি ৮৫ লাখ টাকায়। এ ছাড়া সাবেক এই মন্ত্রী দান সূত্রে ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমির মালিক হওয়ার বিষয়টি সামনে আসে।
শাজাহান খানের দুটি গাড়ি রয়েছে, স্ত্রীর নামে ৯৬ ভরি সোনা, দুটি বাস, একটি গাড়ি ও একটি মাইক্রোবাস। এ ছাড়া স্ত্রীর নামে রয়েছে রাজউকের ১০ কাঠার প্লট ও অন্যান্য স্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। তবে ক্ষমতাসীন সরকারের চাপের মুখে দুদকে আটকে থাকে তাঁর বিরুদ্ধে চলা অনুসন্ধান।
এদিকে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দিনাজপুর-৫ আসন থেকে টানা আটবার নির্বাচিত হয়েছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এখনো জানা যায়নি।
২০০৮ সালের নির্বাচনী হলফনামায় হেনরীর সম্পদের পরিমাণ ছিল মাত্র আড়াই লাখ টাকা। অভিযোগ রয়েছে হেনরী শুধু ২০২০-২১ অর্থবছরেই ৩২ কোটি কালো টাকা সাদা করেছেন। নিজ জেলা সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও রাজধানী ঢাকায় তাঁর অঢেল সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক। এর মধ্যে কোটি কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে গড়ে তুলেছেন ‘হেনরী ভুবন’।
অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। অভিযোগ আছে, অবৈধ সম্পদের অর্থে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর, ১৮ নম্বর রোড, ১৫ নম্বর বাড়িতে দুই ইউনিটে ৭ তলা তথা ১৪টি ফ্ল্যাটের মালিক তিনি। ঢাকার ধানমন্ডি ১১ নম্বর রোড, ৪০ নম্বর বাড়িতে ৩টি ফ্ল্যাট, নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া পৌরসভার অন্তর্ভুক্ত সাউদপাড়ায় রাজকীয় ব্যয়বহুল বাড়ি করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে