নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার এলাকার পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গণমাধ্যমকর্মী আহমেদ কবির খানের নিহতের ঘটনায় গাড়ি চালক মো. হানিফকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
ইমরান জানান, পান্থপথে কবির আহমেদকে চাপা দেওয়ার ঘটনায় পলাতক চালক হানিফকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে উত্তর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নিহত হন কবির। তিনি প্রথম আলোর সাবেক কর্মী ও আমার সংবাদ কাজ করতেন। এই ঘটনায় নিহত কবিরের স্ত্রী বাদী কলাবাগান থানায় একটি মামলা করেছেন।
মামলা দায়ের ও কবিরের দাফনের বিষয়ে জানতে তাঁর চাচাতো ভাই মো. ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, কলাবাগান থানায় নিহত কবিরের স্ত্রী নাদিয়া পারভীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মো. ইলিয়াস আরও বলেন, ময়নাতদন্ত শেষে কবিরের লাশ মগবাজার আনা হয়। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে তাকে ঝালকাঠি নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে আমরা মাদারীপুর আছি। ঝালকাঠির দেউলকাঠিতে তার শ্বশুর বাড়ি দ্বিতীয় জানাজা। এরপর ঝালকাঠি সদর উপজেলার শেখের হাটে ইউনিয়নে মিয়াকাঠি গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রাজধানীর কারওয়ান বাজার এলাকার পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গণমাধ্যমকর্মী আহমেদ কবির খানের নিহতের ঘটনায় গাড়ি চালক মো. হানিফকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
ইমরান জানান, পান্থপথে কবির আহমেদকে চাপা দেওয়ার ঘটনায় পলাতক চালক হানিফকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে উত্তর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নিহত হন কবির। তিনি প্রথম আলোর সাবেক কর্মী ও আমার সংবাদ কাজ করতেন। এই ঘটনায় নিহত কবিরের স্ত্রী বাদী কলাবাগান থানায় একটি মামলা করেছেন।
মামলা দায়ের ও কবিরের দাফনের বিষয়ে জানতে তাঁর চাচাতো ভাই মো. ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, কলাবাগান থানায় নিহত কবিরের স্ত্রী নাদিয়া পারভীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মো. ইলিয়াস আরও বলেন, ময়নাতদন্ত শেষে কবিরের লাশ মগবাজার আনা হয়। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে তাকে ঝালকাঠি নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে আমরা মাদারীপুর আছি। ঝালকাঠির দেউলকাঠিতে তার শ্বশুর বাড়ি দ্বিতীয় জানাজা। এরপর ঝালকাঠি সদর উপজেলার শেখের হাটে ইউনিয়নে মিয়াকাঠি গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার নগরীর নওদাপাড়ায় বিএডিসি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
১৩ মিনিট আগেজার্মান সংবাদ সংস্থা ডিপিএর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুর মা হাসিনা বেগম মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
১৭ মিনিট আগেখুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার ৪৯৬ টাকা লুটের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত হোতা ইউনূস শেখকে গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী তাঁর কাছ থেকে চুরির দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ইউনূস উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। গতকাল রোববার
১৯ মিনিট আগে