Ajker Patrika

অভিযোগ পেলে সব বারেই অভিযান চালানো হবে: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিযোগ পেলে সব বারেই অভিযান চালানো হবে: ডিবি প্রধান

অবৈধ ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেলে সব বারে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারী দিয়েছেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা তথ্য পেলে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। অন্য কোনো সংস্থা যদি কাজটি নাও করে আমরা কিন্তু কাজটি করব। আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা অভিযান পরিচালনা করেছি। এক ব্যক্তি পাঁচটি লাইসেন্স নিয়ে অবৈধভাবে মদ বিক্রি করে নৈরাজ্যে সৃষ্টি করছিল বলে আমরা যেমন অভিযান পরিচালনা করেছি। তেমনি প্রধানমন্ত্রীও বলেছেন মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’ 

ডিবি প্রধান জানান, গুলশান সোসাইটি অভিযোগ করেছে ইউনাইটেড হাসপাতালের সামনে সারা রাত মদ বিক্রি হয়। উত্তরার এমপি অভিযোগ করেছেন ডিজে পার্টির নামে সেখানে সারা রাত নাচানাচি হয়। তিনি বলেন, এখন অবৈধ বারের মধ্যে যদি উঠতি বয়সের ছেলে-মেয়েরা সারা রাত ডিজে পার্টির নামে মদ্যপান করে পরিবেশ নষ্ট করে। তাহলে এটি আমাদের জন্য ও আমাদের আগামী প্রজন্মের জন্য অত্যন্ত দুঃখজনক। তাই গুলশান, বনানী ও উত্তরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক আমাদের কাছে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে যোগাযোগ করেন। 

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ রোডে একটি ভবনে থাকা বারে অভিযান পরিচালনা করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক কর্মকর্তাকে লাঞ্ছিতর অভিযোগ প্রসঙ্গে ডিবি প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়। ডিবি প্রধান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তারা তো আমাদেরই সহযোগী এবং সহকর্মী। আমাদের উদ্দেশ্য এক। মহৎ উদ্দেশ্যে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। তারা তাদের কাজটি করবে আমরা আমাদের কাজটি করব। তবে উত্তরার অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে আটকে রেখে লাঞ্ছিত করার কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযানে ডিএনসির কোনো কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।’ 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আসলে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সকলেরই নৈতিক দায়িত্ব। পুলিশ বা অন্যান্য সংস্থা আমরা নিয়মিতই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। আইনগত প্রক্রিয়া মেনেই আমরা কাজটা করে থাকি। ঢাকাসহ দেশের যেকোনো জায়গায় মদ বিক্রিসহ অসামাজিক কার্যকলাপ করলে পুলিশ কারণ উল্লেখ করে অভিযান পরিচালনা করতে পারবে। এই কাজটা আমরা সব সময় করে আসছি এবং ভবিষ্যতে করে আসব। আমাদের দায়িত্ব হচ্ছে প্রজন্মকে রক্ষা করা। 

উত্তরার অভিযানের বিষয়ে ডিবি ডিএনসিকে জানিয়েছে কিনা বা তাদের সহযোগিতা চেয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘আমরা সব সময়ই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি। আমরা যখন প্রয়োজন মনে করি তখন অনেককে বলি অভিযান পরিচালনা করার কথা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় স্পষ্ট বলা আছে কারা অভিযান পরিচালনা করবেন আর কারা করতে পারবে না। আরেকটি কথা যেখানে অসামাজিক কার্যকলাপ ও নৈরাজ্য সৃষ্টি করা হবে সেখানে পুলিশ অভিযান চালাতে পারবে সেটা বাংলাদেশের যেকোনো জায়গায়।’ 

তবে এখন পর্যন্ত কোন কোন বারে এসব ডিজে পার্টি বা অনৈতিক কর্মকাণ্ড হয় তার কোনো তালিকা নেই। সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অভিযোগ পেলে ডিবি সেখানে অভিযান চালাবে বলে সংবাদ সম্মেলনে জানান ডিবি প্রধান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত