নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ আন্দোলনে শিক্ষকদের সংখ্যা কমেনি বরং বেড়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্দেশে এ কথা বলেছেন আন্দোলনরত শিক্ষকেরা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৬ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীর উদ্দেশে এমন কথা বলেন শিক্ষকেরা।
আন্দোলনরত শিক্ষকেরা বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী দুই-তিন দিন আগে বললেন, আন্দোলন থেকে নাকি বেশির ভাগ শিক্ষক চলে গেছেন। বাকি যাঁরা আছেন, তাঁরাও নাকি কয়েক দিন এখানে থেকে চলে যাবেন। কিন্তু শিক্ষামন্ত্রী আপনি এসে দেখেন শিক্ষকদের সংখ্যা বেড়েছে নাকি কমেছে? জোরালো আন্দোলন জোরালোই আছে। শিক্ষকদের সংখ্যা কমেনি বরং বেড়েছে। বাই রোটেশনে শিক্ষকেরা আসছেন, যাচ্ছেন, এই ধারা চলমান থাকবে। যত দিন পর্যন্ত জাতীয়করণ করার এই আন্দোলন চালিয়ে যেতে হয়, আমরা চালিয়ে যাব।’
শিক্ষকেরা আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী জানালেন নির্বাচনের আগে নাকি জাতীয়করণ করা সম্ভব নয়। কিন্তু আমরা বলব, নির্বাচনের আগেই জাতীয়করণ করা সম্ভব। স্কুলের ফান্ড ও শিক্ষার্থীদের বেতন সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব। এ জন্য সরকারের কোনো বাড়তি অর্থ খরচ হবে না। তাই আমরা এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আপনি আমাদের সমস্যার সমাধান করে দিন।’
আজকের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদসহ শিক্ষকনেতারা।
এদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনে শত শত শিক্ষক জড়ো হওয়ায় আজকেও প্রেসক্লাবের সামনের একপাশের রাস্তা বন্ধ ছিল। শিক্ষকেরা নিজেদের রচনা করা কবিতা, গান পরিবেশন করে আন্দোলনকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন।
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ আন্দোলনে শিক্ষকদের সংখ্যা কমেনি বরং বেড়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্দেশে এ কথা বলেছেন আন্দোলনরত শিক্ষকেরা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৬ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীর উদ্দেশে এমন কথা বলেন শিক্ষকেরা।
আন্দোলনরত শিক্ষকেরা বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী দুই-তিন দিন আগে বললেন, আন্দোলন থেকে নাকি বেশির ভাগ শিক্ষক চলে গেছেন। বাকি যাঁরা আছেন, তাঁরাও নাকি কয়েক দিন এখানে থেকে চলে যাবেন। কিন্তু শিক্ষামন্ত্রী আপনি এসে দেখেন শিক্ষকদের সংখ্যা বেড়েছে নাকি কমেছে? জোরালো আন্দোলন জোরালোই আছে। শিক্ষকদের সংখ্যা কমেনি বরং বেড়েছে। বাই রোটেশনে শিক্ষকেরা আসছেন, যাচ্ছেন, এই ধারা চলমান থাকবে। যত দিন পর্যন্ত জাতীয়করণ করার এই আন্দোলন চালিয়ে যেতে হয়, আমরা চালিয়ে যাব।’
শিক্ষকেরা আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী জানালেন নির্বাচনের আগে নাকি জাতীয়করণ করা সম্ভব নয়। কিন্তু আমরা বলব, নির্বাচনের আগেই জাতীয়করণ করা সম্ভব। স্কুলের ফান্ড ও শিক্ষার্থীদের বেতন সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব। এ জন্য সরকারের কোনো বাড়তি অর্থ খরচ হবে না। তাই আমরা এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আপনি আমাদের সমস্যার সমাধান করে দিন।’
আজকের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদসহ শিক্ষকনেতারা।
এদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনে শত শত শিক্ষক জড়ো হওয়ায় আজকেও প্রেসক্লাবের সামনের একপাশের রাস্তা বন্ধ ছিল। শিক্ষকেরা নিজেদের রচনা করা কবিতা, গান পরিবেশন করে আন্দোলনকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩২ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে