ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে দলের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তিনি যোগদান করেন। ২০১৮ সালে ইউপি নির্বাচনে ধানের শিষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের নিজস্ব বাসভবন চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগে যোগ দেওয়া ওই ব্যক্তি হলেন—শাহ মো. আলতাফ হোসেন। তিনি জেলা সদরের কানাইপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তবে আলতাফ হোসেন বিএনপির কেউ ছিলেন না বলে দাবি করে বলেন, ‘আমি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করিনি, আওয়ামী লীগই করতাম। আমি বিএনপির কোনো পদে ছিলাম না। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম। মাঝে রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আবার সক্রিয় হলাম।’
সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, শাহ মো. আলতাফ হোসেন ২০১৮ সালে ধানের শিষ প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে হেরে যান তিনি। পরে ২০২৩ সালে ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তার বড় ভাই জিএম ইউনুস বর্তমান কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ছাড়া তার পরিবারের অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।
ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে দলের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তিনি যোগদান করেন। ২০১৮ সালে ইউপি নির্বাচনে ধানের শিষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের নিজস্ব বাসভবন চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগে যোগ দেওয়া ওই ব্যক্তি হলেন—শাহ মো. আলতাফ হোসেন। তিনি জেলা সদরের কানাইপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তবে আলতাফ হোসেন বিএনপির কেউ ছিলেন না বলে দাবি করে বলেন, ‘আমি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করিনি, আওয়ামী লীগই করতাম। আমি বিএনপির কোনো পদে ছিলাম না। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম। মাঝে রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আবার সক্রিয় হলাম।’
সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, শাহ মো. আলতাফ হোসেন ২০১৮ সালে ধানের শিষ প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে হেরে যান তিনি। পরে ২০২৩ সালে ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তার বড় ভাই জিএম ইউনুস বর্তমান কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ছাড়া তার পরিবারের অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।
তাম্মিম পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বলেন, ‘আমরা নগর ভবনের সামনে জড়ো হচ্ছিলাম। হঠাৎ পুলিশ এসে সোহানকে ধরে নিয়ে যাচ্ছিল। আমরা যখন বাধা দিই, তখন সেখানে নারী পুলিশ ছিল না। পুরুষ পুলিশ আমার বিভিন্ন জায়গায় স্পর্শ করে।’
৩ মিনিট আগেপ্রকল্প দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বে রয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং নদ্দা স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হলেও উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে কাজ বন্ধ রয়েছে। ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়কের শর্ত দেওয়ায় চলতি বছরের এপ্রিল থেকে
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার শেষে কাজে ফিরেছেন। ৪৮ ঘণ্টা রোগীদের ভোগান্তি শেষে মঙ্গলবার বেলা ৩টা থেকে কর্মস্থলে রোগীর সেবার কাজে ফেরেন তাঁরা।
১৯ মিনিট আগে