Ajker Patrika

ফরিদপুরে আ. লীগের প্রার্থীকে ফুল দিয়ে দলে যোগ দিলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আ. লীগের প্রার্থীকে ফুল দিয়ে দলে যোগ দিলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান

ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে দলের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তিনি যোগদান করেন। ২০১৮ সালে ইউপি নির্বাচনে ধানের শিষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদি এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের নিজস্ব বাসভবন চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগে যোগ দেওয়া ওই ব্যক্তি হলেন—শাহ মো. আলতাফ হোসেন। তিনি জেলা সদরের কানাইপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তবে আলতাফ হোসেন বিএনপির কেউ ছিলেন না বলে দাবি করে বলেন, ‘আমি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করিনি, আওয়ামী লীগই করতাম। আমি বিএনপির কোনো পদে ছিলাম না। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম। মাঝে রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আবার সক্রিয় হলাম।’

সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, শাহ মো. আলতাফ হোসেন ২০১৮ সালে ধানের শিষ প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে হেরে যান তিনি। পরে ২০২৩ সালে ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তার বড় ভাই জিএম ইউনুস বর্তমান কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ছাড়া তার পরিবারের অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত