নিজস্ব প্রতিবেদক
সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আলোচনা না করা, দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে হট্টগোল করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আওয়ামীপন্থী শিক্ষকদের সিন্ডিকেটে ডাকা নিয়ে আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই হট্টগোল দেখা যায়। আওয়ামীপন্থীদের সিন্ডিকেটে ডাকার অভিযোগ এনে সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং পরে ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হন।
শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান। অন্য দিকে এখনই ডাকসু নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত না দেওয়ার দাবি জানান ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে তাঁরা উপাচার্যের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। সে সময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
সূর্য সেন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদল এখনো রাজনীতি শুরুই করতে পারেনি। অস্থিতিশীল এক পরিবেশে বিভিন্ন জন বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে। এমন পরিস্থিতিতে কোনো পক্ষের চাপের মুখে অনির্বাচিত সিন্ডিকেট সদস্যদের সভায় এখনই ডাকসু নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
এক দিকে শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচন চেয়ে স্লোগান দেন, অন্য দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা এখনই ডাকসুর বিষয়ে আলোচনা না করার দাবি তোলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকের সিন্ডিকেটে আওয়ামীপন্থীদের রাখা হয়নি। নিয়ম মেনে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থীদের অনেককেই বাদ দেওয়া হয়েছে।’
উপাচার্য প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির জন্য সিন্ডিকেট সভা করতে হচ্ছে বলে জানিয়ে শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, ‘আজকের সিন্ডিকেট সভার অ্যাজেন্ডার মধ্যেই ডাকসুসংক্রান্ত কিছু নেই। ডাকসুর বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভা হয়। এতে আওয়ামীপন্থী তিন সদস্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক নেতা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি ও নীল দল নেতা অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং ছাত্রলীগের সাবেক নেতা এস এম বাহালুল মজনুন চুন্নু আমন্ত্রণ পান। পরে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ক্ষোভের মুখে তাঁদের সভা থেকে দূরে রাখা হয়।
সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আলোচনা না করা, দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে হট্টগোল করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আওয়ামীপন্থী শিক্ষকদের সিন্ডিকেটে ডাকা নিয়ে আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই হট্টগোল দেখা যায়। আওয়ামীপন্থীদের সিন্ডিকেটে ডাকার অভিযোগ এনে সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং পরে ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হন।
শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান। অন্য দিকে এখনই ডাকসু নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত না দেওয়ার দাবি জানান ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে তাঁরা উপাচার্যের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। সে সময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
সূর্য সেন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদল এখনো রাজনীতি শুরুই করতে পারেনি। অস্থিতিশীল এক পরিবেশে বিভিন্ন জন বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে। এমন পরিস্থিতিতে কোনো পক্ষের চাপের মুখে অনির্বাচিত সিন্ডিকেট সদস্যদের সভায় এখনই ডাকসু নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
এক দিকে শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচন চেয়ে স্লোগান দেন, অন্য দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা এখনই ডাকসুর বিষয়ে আলোচনা না করার দাবি তোলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকের সিন্ডিকেটে আওয়ামীপন্থীদের রাখা হয়নি। নিয়ম মেনে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থীদের অনেককেই বাদ দেওয়া হয়েছে।’
উপাচার্য প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির জন্য সিন্ডিকেট সভা করতে হচ্ছে বলে জানিয়ে শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, ‘আজকের সিন্ডিকেট সভার অ্যাজেন্ডার মধ্যেই ডাকসুসংক্রান্ত কিছু নেই। ডাকসুর বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভা হয়। এতে আওয়ামীপন্থী তিন সদস্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক নেতা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি ও নীল দল নেতা অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং ছাত্রলীগের সাবেক নেতা এস এম বাহালুল মজনুন চুন্নু আমন্ত্রণ পান। পরে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ক্ষোভের মুখে তাঁদের সভা থেকে দূরে রাখা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে