Ajker Patrika

রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২: ৪০
রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

রাজধানীর উত্তরার লেকপাড়ে ডাম্পট্রাকের চাপায় এনামুল হক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টর লেকড্রাইভ রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত এনামুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বাবার নাম আশরাফ আলী। বর্তমানে উত্তরা লেকপাড় এলাকায় থাকতেন। 

উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার কিশোর কুমার সাগর বলেন, ১৫ দিন যাবৎ সেখানে লেবার হিসেবে কাজ করে আসছিলেন এনামুল। রাত দেড়টার দিকে লেকপাড়ে প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ডাম্পট্রাক পেছনের দিকে চালানোর সময় সেই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এনামুল। দেখতে পেয়ে আহত এনামুলকে স্থানীয় হাইকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত