নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাহিনীর কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন ঘটনার সঙ্গে সঙ্গেই রেড অ্যালার্ট চলছে। সীমান্তেও সতর্কতা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।
এর আগে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে। রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
আজ রোববার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকার ব্যাপারটাকে গুরুত্ব (সিরিয়াসলি) দিয়ে দেখছে। তবে তদন্তের আগে বিশদ বলবার সুযোগ নেই।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় বিএনপি এত মানুষ নিয়ে কোথায় সমাবেশ করতে পারবে অথবা পারবে কি না, সেটা ডিএমপি ও বিএনপি মিলে আলোচনা করে ঠিক হবে।
আশা থাকবে, বিএনপি তাদের কর্মসূচি ঢাকায় শান্তিপূর্ণভাবে করবে। নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে দুইদিনব্যাপী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, মাদক পাচার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার উন্নয়ন তথা নো ম্যানস ল্যান্ড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তাগিদ দেওয়া হয়েছে যেন এ নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাদের বলা হয়েছে যে, ভারতের গরুর আর দরকার নেই কেননা বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সীমান্তের বাস্তবতাও তাদের জানানো হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ঘটনা যাই ঘটুক, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বলেও ভারতকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সম্পর্কিত আরও পড়ুন:
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাহিনীর কেউ দায়ী থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন ঘটনার সঙ্গে সঙ্গেই রেড অ্যালার্ট চলছে। সীমান্তেও সতর্কতা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।
এর আগে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে। রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
আজ রোববার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকার ব্যাপারটাকে গুরুত্ব (সিরিয়াসলি) দিয়ে দেখছে। তবে তদন্তের আগে বিশদ বলবার সুযোগ নেই।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় বিএনপি এত মানুষ নিয়ে কোথায় সমাবেশ করতে পারবে অথবা পারবে কি না, সেটা ডিএমপি ও বিএনপি মিলে আলোচনা করে ঠিক হবে।
আশা থাকবে, বিএনপি তাদের কর্মসূচি ঢাকায় শান্তিপূর্ণভাবে করবে। নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে দুইদিনব্যাপী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, মাদক পাচার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার উন্নয়ন তথা নো ম্যানস ল্যান্ড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তাগিদ দেওয়া হয়েছে যেন এ নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাদের বলা হয়েছে যে, ভারতের গরুর আর দরকার নেই কেননা বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সীমান্তের বাস্তবতাও তাদের জানানো হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ঘটনা যাই ঘটুক, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বলেও ভারতকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সম্পর্কিত আরও পড়ুন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১৩ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৫ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩২ মিনিট আগে