নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যারা ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবেন তাঁদের জন্য ডিএনসিসির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করব। এর জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি, তবে আপনাদের এগিয়ে আসতে হবে।’
আজ মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘পয়োবর্জ্য ব্যবস্থাপনায় হাউজিং সোসাইটির ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় ডিএনসিসির মেয়র এসব কথা বলেন। এতে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির নেতারা অংশ নেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘খালগুলো উদ্ধার করতে গিয়ে দেখেছি খালে ও লেকে আবাসিক ভবনের স্যুয়ারেজ লাইন। আমরা জেনে, না জেনে লেক ও খালগুলোতে লাইন দিয়ে দিচ্ছি। সিটি করপোরেশনের সাধারণ ড্রেনে, অনেকে স্যুয়ারেজ লাইন দিয়ে দিয়েছে। আরেকটা আছে স্যুয়ারেজ ড্রেন, কিন্তু এই লাইনের বর্জ্য কই যাচ্ছে, সেটা আমরা জানি না। ওয়াসা যে পানির লাইনের জন্য বিল নিচ্ছে, তার দ্বিগুণ বিল নিচ্ছে স্যুয়ারেজ লাইনের জন্য। স্যুয়ারেজ বিল দিয়ে একবারও কি জিজ্ঞেস করছি, যে স্যুয়ারেজ লাইন ই যাচ্ছে। স্যুয়ারেজের ওই পানি গুলশান বনানীর লেকে দিয়ে দেওয়া হচ্ছে।’
যারা লেকে স্যুয়ারেজ লাইন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা অনেক সময় দিয়েছি। যাদের বাসার স্যুয়ারেজ লাইন লেকে আছে, তা বিচ্ছিন্ন করেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে অভিজাত এলাকাগুলোতে গিয়ে আমরা অভিযান চালাব। যাদের বাসায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা ক্লিয়ার মেসেজ দিতে চাই। যাঁরা ভবনে সেপটিক ট্যাংক বসাবেন, তাঁদের ওয়াসার স্যুয়ারেজ বিল দিতে হবে না। এ বিষয়ে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছি। আমরা খাল ও লেক পরিষ্কার করব। আর সেখানে মাছের চাষ না হয়ে মশা চাষ হবে। এটা তো হতে পারে না।’
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘আরামে থাকতে নিজেরা যদি পাম্প বসাতে পারি, জেনারেটর বসাতে পারি, ঘরে এসি লাগাতে পারি। অথচ আপনার পয়োবর্জ্য শহর নোংরা করবে, সেটি আপনি দেখবেন না, তা তো হতে পারে না। আপনি ঠান্ডায় থাকবেন ভালো কথা, আপনার বর্জ্য যদি খালে ফেলে দেন, লেকে ফেলে দেন তাহলে আপনি ঠান্ডায় থাকতে পারবেন না। আপনার মাথা আমরা গরম করে দেব। অভিজাত এলাকা দিয়ে শুরু করতে চাই। পরে মিরপুর ও মোহাম্মদপুর ধরব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যারা ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবেন তাঁদের জন্য ডিএনসিসির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করব। এর জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি, তবে আপনাদের এগিয়ে আসতে হবে।’
আজ মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘পয়োবর্জ্য ব্যবস্থাপনায় হাউজিং সোসাইটির ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় ডিএনসিসির মেয়র এসব কথা বলেন। এতে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির নেতারা অংশ নেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘খালগুলো উদ্ধার করতে গিয়ে দেখেছি খালে ও লেকে আবাসিক ভবনের স্যুয়ারেজ লাইন। আমরা জেনে, না জেনে লেক ও খালগুলোতে লাইন দিয়ে দিচ্ছি। সিটি করপোরেশনের সাধারণ ড্রেনে, অনেকে স্যুয়ারেজ লাইন দিয়ে দিয়েছে। আরেকটা আছে স্যুয়ারেজ ড্রেন, কিন্তু এই লাইনের বর্জ্য কই যাচ্ছে, সেটা আমরা জানি না। ওয়াসা যে পানির লাইনের জন্য বিল নিচ্ছে, তার দ্বিগুণ বিল নিচ্ছে স্যুয়ারেজ লাইনের জন্য। স্যুয়ারেজ বিল দিয়ে একবারও কি জিজ্ঞেস করছি, যে স্যুয়ারেজ লাইন ই যাচ্ছে। স্যুয়ারেজের ওই পানি গুলশান বনানীর লেকে দিয়ে দেওয়া হচ্ছে।’
যারা লেকে স্যুয়ারেজ লাইন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা অনেক সময় দিয়েছি। যাদের বাসার স্যুয়ারেজ লাইন লেকে আছে, তা বিচ্ছিন্ন করেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে অভিজাত এলাকাগুলোতে গিয়ে আমরা অভিযান চালাব। যাদের বাসায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা ক্লিয়ার মেসেজ দিতে চাই। যাঁরা ভবনে সেপটিক ট্যাংক বসাবেন, তাঁদের ওয়াসার স্যুয়ারেজ বিল দিতে হবে না। এ বিষয়ে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছি। আমরা খাল ও লেক পরিষ্কার করব। আর সেখানে মাছের চাষ না হয়ে মশা চাষ হবে। এটা তো হতে পারে না।’
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘আরামে থাকতে নিজেরা যদি পাম্প বসাতে পারি, জেনারেটর বসাতে পারি, ঘরে এসি লাগাতে পারি। অথচ আপনার পয়োবর্জ্য শহর নোংরা করবে, সেটি আপনি দেখবেন না, তা তো হতে পারে না। আপনি ঠান্ডায় থাকবেন ভালো কথা, আপনার বর্জ্য যদি খালে ফেলে দেন, লেকে ফেলে দেন তাহলে আপনি ঠান্ডায় থাকতে পারবেন না। আপনার মাথা আমরা গরম করে দেব। অভিজাত এলাকা দিয়ে শুরু করতে চাই। পরে মিরপুর ও মোহাম্মদপুর ধরব।’
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
১ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩ ঘণ্টা আগে