গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাভার্ডভ্যানের চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের আঘাতে তাঁর স্বামী ইমারত মোল্লাও আহত হন। এ ঘটনায় চালককে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তাঁদার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর কমলাপুর এলাকায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান আলী ওই নারীর স্বামী ইমারত উদ্দিন মোল্লার বরাত দিয়ে জানান, মাসখানেক আগে তাঁদের ১২ বছরের ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা সংবাদ পান ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তাঁরা ছেলেকে খোঁজ করতে যান। সেখানে ছেলের সন্ধান না পেয়ে মর্জিনা বেগম ও তাঁর স্বামী ইমারত উদ্দিন মোল্লা ফরিদপুরে গ্রামের বাড়ির দিকে রওনা দেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে করে তাঁরা দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসেন। একপর্যায়ে ফেরি থেকে নামার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্জিনা বেগমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাঁর স্বামী ইমারত মোল্লাও আহত হন। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন চালক সাইফুল ইসলামসহ (৩৫) কাভার্ড ভ্যানটি জব্দ করে। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরি থেকে মর্জিনা বেগম ও তাঁর স্বামী দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে নামেন। এ সময় ফেরির একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাভার্ডভ্যানের চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের আঘাতে তাঁর স্বামী ইমারত মোল্লাও আহত হন। এ ঘটনায় চালককে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তাঁদার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর কমলাপুর এলাকায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান আলী ওই নারীর স্বামী ইমারত উদ্দিন মোল্লার বরাত দিয়ে জানান, মাসখানেক আগে তাঁদের ১২ বছরের ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা সংবাদ পান ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তাঁরা ছেলেকে খোঁজ করতে যান। সেখানে ছেলের সন্ধান না পেয়ে মর্জিনা বেগম ও তাঁর স্বামী ইমারত উদ্দিন মোল্লা ফরিদপুরে গ্রামের বাড়ির দিকে রওনা দেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে করে তাঁরা দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসেন। একপর্যায়ে ফেরি থেকে নামার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্জিনা বেগমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাঁর স্বামী ইমারত মোল্লাও আহত হন। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন চালক সাইফুল ইসলামসহ (৩৫) কাভার্ড ভ্যানটি জব্দ করে। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরি থেকে মর্জিনা বেগম ও তাঁর স্বামী দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে নামেন। এ সময় ফেরির একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে