Ajker Patrika

দিনে আরও ৬০ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬: ০৬
দিনে আরও ৬০ ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত এক দিনে আরও ৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬০ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৪ জন এবং ঢাকার বাইরে ছয়জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২০ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭৬ জন। আর ৪৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (১৬ জুলাই) পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ১ হাজার ৬৭০ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৪৫৬ এবং বাইরে ২১৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৬ দিনে ৪৯০ জন। অর্থাৎ জুলাই মাসে গড়ে প্রতিদিন ৩৬ জনের বেশি রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। 

কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে, যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত